বাংলার রাজনীতিতে ৩৪ বছরের বাম জামানার পতনে ও রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনে সিঙ্গুর জমি আন্দোলন অন্যতম গুরুত্বপুর্ণ অধ্যায়। হুগলির সিঙ্গুর থেকে টাটা বিদায়ের ১৮ বছর পর রবিবার সেই নিষ্ফলা জমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক জনসভা ও সরকারি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।
advertisement
সিঙ্গুরের ন্যানো কারখানার জমিতে এই প্রথম বিজেপির এত বড় কর্মসূচি হয়, যা আগামী বিধানসভা নির্বাচনের আগে বিশেষভাবে তাৎপর্য বহন করে বলে মনে করছে রাজনীতিক মহল।
সিঙ্গুরের মঞ্চ থেকে মোদি এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করেন। সেই সঙ্গে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস এবং একটি প্যাসেঞ্জার ট্রেনেরও উদ্বোধন করেন।
এদিন মোদি বলেন, “বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশ জরুরি। সেই কাজ কেন্দ্রীয় সরকার করে চলেছে। বিকাশের জন্য আজ একাধিক প্রকল্পের শিলান্যাস করলাম, উদ্বোধন করলাম। গতকাল (শনিবার) দেশের প্রথম বন্দেভারত স্লিপার বাংলা থেকে চালু হল। আজ একাধিক অমৃত ভারত এক্সপ্রেস চালু করলাম। তার মধ্যে একটা ট্রেন আমার সংসদীয় এলাকা বারাণসীকে জুড়ছে।”
যদিও সিঙ্গুরের মঞ্চ থেকে কংর্মসংস্থান নিয়ে উল্লেখযোগ্য কোনও বার্তা দিতে শোনা যায়নি নরেন্দ্র মোদিকে৷ মোদির সভারদ একদিন পরে সেখানেই ঘোষণা করা হল মমতার কর্মসূচি৷
