TRENDING:

Mamata Banerjee Health Update: মাথায় পড়েছে সেলাই, হয়েছে সি টি স্ক্যান, কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কী ভাবে ঘটেছিল ঘটনা...

Last Updated:

বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন৷ এদিন প্রত্যেককেই আলাদা ভাবে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মাথা জোড়া ব্যান্ডেজ৷ চোখেমুখে যন্ত্রণার ছাপ৷ বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিট নাগাদ হুইলচেয়ারে করেই হাসপাতাল থেকে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী বর্তমানে স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী৷ গতকাল তাঁর কপালের ক্ষতে ৩টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে৷ হয়েছে সিটি স্ক্যানও৷ রিপোর্ট ছিল সন্তোষজনক৷ এদিন মমতাকে দেখলে কালীঘাটের বাড়িতে যেতে পারেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা৷ তেমনটাই সূত্রের খবর৷
advertisement

গত বৃহস্পতিবার কর্মসূচি সেরে নিজের বাড়িতেই হঠাৎ করে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘনিষ্ঠ মহলে মমতা জানিয়েছেন, এত জোরে তিনি পড়ে যান যে, মনে হয়েছিল কেউ তাঁকে ধাক্কা দিয়েছে৷ এসএসকেএম-এর অধিকর্তার কথায় প্রাথমিক ভাবে এনিয়ে কিছুটা বিভ্রান্তিও ছড়ায়৷ পরে অবশ্য অধিকর্তা তঁর ‘পুশ ফ্রম ব্যাক’ মন্তব্যের ব্যাখ্যা দেন তিনি৷ তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পড়ে যাওয়া অনুভূতি এতটাই জোরাল ছিল যে, মনে হয়েছে ‘পিছন থেকে কেউ ঠেলে দিয়েছে’৷

advertisement

মুখ্যমন্ত্রীর কালীঘাটের গোটা বাড়ি ঘেরা রয়েছে পুলিশি প্রহরায়৷ এদিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলেও৷

আরও পড়ুন: কপালে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত মমতা বন্দ্যোপাধ্যায়, চিকিৎসা চলছে SSKM-এর উডবার্ন ব্লকে, মাথায় পড়ল সেলাই

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন৷ এদিন প্রত্যেককেই আলাদা ভাবে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Health Update: মাথায় পড়েছে সেলাই, হয়েছে সি টি স্ক্যান, কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কী ভাবে ঘটেছিল ঘটনা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল