TRENDING:

Mamata Banerjee India: 'বিপাকে' পড়ে মমতাকে ফোন, বরফ গলবে আদৌ? তৃণমূলের নিশানায় সেই 'একজনই'

Last Updated:

Mamata Banerjee India: এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পরে ইমেলও করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবির সূত্রে জানানো হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ব্যবহারে তারা অসন্তুষ্ট। তাঁর তৃণমূল সুপ্রিমোকে একের পর এক আক্রমণ সীমা ছাড়িয়েছে। বার বারই পুরোনো ‘কবর’ খুঁড়ছেন অধীর। ফলে কংগ্রেসের সঙ্গে তৃণমূল আসন সমঝোতায় যে রাজি নয়, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছে এ রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে নাকি বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
মমতাকে ফোন খাড়গের
মমতাকে ফোন খাড়গের
advertisement

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পরে ইমেলও করেছিলেন। মমতার উদ্দেশে তাঁর আবেদন ছিল, কিছুক্ষণের জন্য হলেও যাতে তিনি রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় আসেন। কিন্তু তাতে বিশেষ সাড়া মেলেনি। এরপর অবশ্য মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। তিনিই জানালেন খাড়গের সঙ্গে মমতার কী কথা হয় ফোনে।

advertisement

আরও পড়ুন: পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, সময় মনে করিয়ে ‘বেইমানির পারিশ্রমিক’ বললেন কুণাল ঘোষ

সাংবাদিকদের জয়রাম রমেশ বলেন, ‘কংগ্রেস সভাপতি ফোনে কথা বলেছেন মমতার সঙ্গে। তিনি মমতাকে জানিয়েছেন যে আমরা একটা পথ খুঁজে বের করবই। তারণ তাঁর লক্ষ্যই হল ইন্ডিয়া ব্লকের লক্ষ্য। আমরা বিজেপিকে হারাতে চাই বাংলা এবং গোটা দেশে। সেটাই চান মমতা বন্দ্যোপাধ্যায়ও।’

advertisement

আরও পড়ুন: মাটির ভাঁড়ে চা..তারপরে UPI পেমেন্ট করলেন মোদি! ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জোট নিয়ে গত কয়েকদিন ধরেই কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব চলছে। কংগ্রেসের কাছে অপমানিত হওয়ার অভিযোগে লোকসভা নির্বাচনে একা চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের বার্তা, ”মমতাজিকে ছাড়া জোট ভাবা যায় না।” বুধের পর বৃহস্পতিবারও তিনি জোট লড়াইয়ের বার্তা দিয়েছেন। কিন্তু তাতে বরফ কতটা গলবে, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee India: 'বিপাকে' পড়ে মমতাকে ফোন, বরফ গলবে আদৌ? তৃণমূলের নিশানায় সেই 'একজনই'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল