এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পরে ইমেলও করেছিলেন। মমতার উদ্দেশে তাঁর আবেদন ছিল, কিছুক্ষণের জন্য হলেও যাতে তিনি রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় আসেন। কিন্তু তাতে বিশেষ সাড়া মেলেনি। এরপর অবশ্য মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। তিনিই জানালেন খাড়গের সঙ্গে মমতার কী কথা হয় ফোনে।
advertisement
আরও পড়ুন: পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, সময় মনে করিয়ে ‘বেইমানির পারিশ্রমিক’ বললেন কুণাল ঘোষ
সাংবাদিকদের জয়রাম রমেশ বলেন, ‘কংগ্রেস সভাপতি ফোনে কথা বলেছেন মমতার সঙ্গে। তিনি মমতাকে জানিয়েছেন যে আমরা একটা পথ খুঁজে বের করবই। তারণ তাঁর লক্ষ্যই হল ইন্ডিয়া ব্লকের লক্ষ্য। আমরা বিজেপিকে হারাতে চাই বাংলা এবং গোটা দেশে। সেটাই চান মমতা বন্দ্যোপাধ্যায়ও।’
আরও পড়ুন: মাটির ভাঁড়ে চা..তারপরে UPI পেমেন্ট করলেন মোদি! ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও ভাইরাল
জোট নিয়ে গত কয়েকদিন ধরেই কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব চলছে। কংগ্রেসের কাছে অপমানিত হওয়ার অভিযোগে লোকসভা নির্বাচনে একা চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের বার্তা, ”মমতাজিকে ছাড়া জোট ভাবা যায় না।” বুধের পর বৃহস্পতিবারও তিনি জোট লড়াইয়ের বার্তা দিয়েছেন। কিন্তু তাতে বরফ কতটা গলবে, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।