TRENDING:

Mamata-Arijit: 'অরিজিৎ মা, মাটি, মানুষের লোক', মমতার কথায় 'গেরুয়া' বিতর্কে জল, হাসপাতাল গড়তে সাহায্যের আশ্বাস

Last Updated:

মুর্শিদাবাদে হাসপাতাল গড়তে চেয়েছিলেন অরিজিৎ সিং। তাঁকে সাহায্যের আশ্বাস মমতার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা চলচ্চিত্র উ‍ৎসবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সামনে দাঁড়িয়ে 'রঙ দে তু মোহে গেরুয়া' গেয়েছিলেন অরিজিৎ সিং। তার পর সেই জল যে কোথা থেকে কোথায় গড়িয়েছে সেই আলোচনায় পড়ে আসা যাবে। তবে, সোমবার অরিজিতের জেলায় দাঁড়িয়ে তৃণমূলনেত্রী বুঝিয়ে দিলেন, তিনি অরিজেতের পাশেই আছেন।
মমতা বন্দ্যোপাধ্য়ায়, অরিজিৎ সিং
মমতা বন্দ্যোপাধ্য়ায়, অরিজিৎ সিং
advertisement

পঞ্চায়েত ভোটের আগের আজ, বুধবার মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বেলা সাড়ে ১২টা নাগাদ সাগরদিঘিতে একটি প্রশাসনিক সভায় যোগ দেন তিনি। সভায় জেলার উন্নয়ন প্রসঙ্গে একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন মমতা। তবে, পাশাপাশি, লাগাতার আক্রমণ শানিয়ে যান কেন্দ্রের বিরুদ্ধেও।

আরও পড়ুন: এমন কী ঘটল যার জন্য বিচারপতি মান্থার বাড়ির বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হল...

advertisement

মুর্শিদাবাদের উন্নয়ন প্রসঙ্গে কথা বলতে গিয়েই গায়ক অরিজিতের প্রসঙ্গ উঠে আসে মমতার মুখে। বলেন, "মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ খুব ভাল গান করেন। আজকে সারা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছে দিদি, জঙ্গিপুরে আমি একটি হাসপাতাল করতে চাই। আজকে ওর জেলায় দাঁড়িয়েই আমি বলছি, তুমি হাসপাতাল করো, জঙ্গিপুরে করো বা মুর্শিদাবাদে, যা যা সাহায্য লাগে আমি দেব।"

advertisement

এরপরেই অরিজিৎ সিং-এর ভূয়সী প্রশংসা করে মমতা বলেন, "অরিজিৎ মা মাটি মানুষের লোক। মাটিতে চলার লোক। দেখবেন, ওঁর কোনও অহংকার নেই। ওঁর নিজের গুণই ওঁর সবচেয়ে বড় অহংকার, অলঙ্কার। এই ধরনের যা যা কাজ হবে আমরা করব।"

আরও পড়ুন,  ফের নামছে তাপমাত্রা, একাধিক জায়গায় ফিরবে ভীষণ ঠান্ডা, রইল কলকাতার ওয়েদার আপডেট

advertisement

গত ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উ‍ৎসবের মঞ্চে রীতিমতো তারকার হাট বসিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। একদিকে অমিতাভ বচ্চন, অন্যদিকে শাহরুখ খান, রানি মুখোপাধ্য়ায়। কে ছিলেন না সেই মঞ্চে!

সেই মঞ্চেই অরিজি‍ৎকে গান হাওয়ার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। আরও অনেক গানের সঙ্গে শাহরুখ-কাজলের 'গেরুয়া' গানটিও গেয়েছিলেন অরিজি‍ৎ।

এই পর্যন্ত তা-ও ঠিক ছিল। কিন্তু তার পরেই ইকো পার্কে অরিজিতের শো বাতিল হওয়ার বিষয় সামনে আসে। এ রাজ্য তো বটেই কেন্দ্রের বিজেপি নেতারাও অভিযোগ তোলেন, মমতার সামনে মঞ্চে দাঁড়িয়ে 'গেরুয়া' গান গাওয়ার জন্যেই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছে বাঙালি এই গায়ক। এ নিয়ে ট্যুইট করেন বিজেপির আইটি সেল-এর প্রধান অমিত মালব্যও।

advertisement

তবে, কখনই তৃণমূল তখনই দাবি করে, বিজেপির এই অভিযোগের বিন্দুমাত্র সারবত্তা নেই। নিতান্তই টেকনিক্যাল কারণে বাতিল করা হয়েছিল অরিজেতের সেই শো।

অরিজিত সিং-এর প্রশংসা করে সেই গেরুয়া-বিতর্কে এদিন কার্যত জল ঢেলে দিলেন তৃণমূলনেত্রী।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata-Arijit: 'অরিজিৎ মা, মাটি, মানুষের লোক', মমতার কথায় 'গেরুয়া' বিতর্কে জল, হাসপাতাল গড়তে সাহায্যের আশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল