TRENDING:

Mamata Banerjee: 'আজ উৎসবের সূচনা করলাম, আগামিকাল থেকে পুজোর উদ্বোধন!' বিতর্কে ইতি টানতে জবাব মমতার

Last Updated:

এ দিন হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, শ্রীভূমি স্পোর্টিংয়ের মতো উত্তর কলকাতার কয়েকটি নামী পুজোর মণ্ডপে যান মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেবীপক্ষের সূচনা হয়নি, তাই দুর্গা পুজোর উদ্বোধনের বদলে তিনি উৎসবের সূচনা করলেন৷ শনিবার কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপে শারদোৎসবের সূচনা করতে গিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী৷
শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী৷
advertisement

এ দিন হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, শ্রীভূমি স্পোর্টিংয়ের মতো উত্তর কলকাতার কয়েকটি নামী পুজোর মণ্ডপে যান মুখ্যমন্ত্রী৷ যদিও মুখ্যমন্ত্রী দাবি করেন, এখনও দেবীপক্ষ শুরু না হওয়ায় পুজোর উদ্বোধন তিনি করছেন না৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার সময় হয় না। আজ আমি উৎসবের সূচনা করলাম। কাল থেকে পুজো উদ্বোধন করব। যারা নবরাত্রি করছেন তাদেরকেও শুভেচ্ছা ধন্যবাদ। এটাই আমাদের সংস্কৃতি।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বছর মণ্ডপে সশরীরে হাজির হয়ে এবং ভার্চুয়ালি প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর৷

advertisement

দেবীপক্ষের আগে কেন তিনি পুজোর উদ্বোধন করছেন, তা নিয়ে এ দিনও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সেই বিতর্কে ইতি টানতেই উদ্বোধন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এ দিনও বক্তব্য রাখতে গিয়ে ভিন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচারের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘পুজো উৎসব উপলক্ষে সবাই এক হন। সবার নিজস্ব মত আছে। একতার বন্ধনে সবাই আবদ্ধ হন। এই দেশ বিবিধের মাঝে মিলন মহান। আমি এটুকুই চাই আমি আমাদের মাতৃভাষাকে সম্মান করব। বাকিরাও করুক। কিন্তু বাংলা ভাষায় কথা বললে অত্যাচার এটা মেনে নেব না। এখান থেকে পরিযায়ী শ্রমিক বাইরে যান কারণ এদের সবার প্রতিভা আছে। এরা ভাল কাজ জানে তাই এদের বাইরে নিয়ে যাওয়া হয়। আমরা ঐক্যবদ্ধ না থাকলে দেশ টুকরো টুকরো হয়ে যাবে। আমরা চাই দেশ এক থাকুক।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আজ উৎসবের সূচনা করলাম, আগামিকাল থেকে পুজোর উদ্বোধন!' বিতর্কে ইতি টানতে জবাব মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল