TRENDING:

Mamata Banerjee: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! শনিবার ছুটি বাতিল সরকারি কর্মচারী, আধিকারিকদের! কবে থেকে?

Last Updated:

Mamata Banerjee: আগামী ২০ জানুয়ারির পর থেকে সরকারি কর্মচারীদের কার্যত ছুটি বাতিল। এর আওতা থেকে বাদ যাচ্ছেন না আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দফতরের সচিবরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ আগামী ২০ জানুয়ারির পর থেকে সরকারি কর্মচারীদের কার্যত ছুটি বাতিল। এর আওতা থেকে বাদ যাচ্ছেন না আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দফতরের সচিবরাও। নবান্ন সূত্রে খবর আগামী ২০ জানুয়ারি থেকে যে জনসংযোগ প্রোগ্রাম শুরু করছে গোটা রাজ্যজুড়ে সেই কারণেই আগামী ২০ জানুয়ারির পর থেকেই শনিবার  করেও অফিস করতে হবে কর্মচারী থেকে শুরু করে আধিকারিকদের। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জনসংযোগ প্রোগ্রাম সোমবার থেকে শনিবার পর্যন্ত করা হবে।
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
advertisement

আরও পড়ুনঃ আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি! শীত কমবে কবে? বিরাট আপডেট IMD-র

প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে। প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র পিছু দুই থেকে তিন জন সরকারি কর্মচারী থেকে শুরু করে অফিসাররা এই কাজ করবেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কেউ ছুটি নিতে পারবেন না। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না বলেও এদিন প্রশাসনের শীর্ষস্থরের আধিকারিকদের সামনে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে শুরু থেকেই কার্যত রাফ এন্ড টাফ ভূমিকা নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসাররা ভাল কাজ না করলে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি ও এদিনের বৈঠকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে খবর।

advertisement

পাশাপাশি আইনের ৫৬(১) ধারা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথাও বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একাধিক মানুষ সন্তুষ্ট নন বলেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, পরিষেবা ঠিকঠাক দেওয়া হচ্ছে না বলেও এদিনের বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যারা এস সি নয় বা এস টি নয় তাঁদের কেন সেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে ২০ জানুয়ারির পর থেকে শনিবার করেও অফিস করতে হবে সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন স্তরের আধিকারিকদের। বিভিন্ন জেলায় সারপ্রাইজ ভিজিট করবেন বলেও এই দিনের বৈঠকে বার্তা দেন খোদ মুখ্যমন্ত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! শনিবার ছুটি বাতিল সরকারি কর্মচারী, আধিকারিকদের! কবে থেকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল