কলকাতা: মা ফ্লাইওভারে পরপর তিনটি গাড়ির ধাক্কা, আহত ২। সায়েন্স সিটির কাছে একটি গাড়ি আচমকা ব্রেক মেরে ডিভাইডারে ধাক্কা মারলে পিছনে পরপর আরও দুটি গাড়ি ধাক্কা মারে। এই দুর্ঘটনা জেরে তীব্র যানজট তৈরি হয় মা ফ্লাইওভারে।
advertisement
প্রসঙ্গত, গত মাসেও মা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়েছিল পরপর চারটে গাড়ি। একটা গাড়ি দ্রুত গতিতে এসে পরপর তিনটে গাড়িকে ধাক্কা মারে। তবে সেই দুর্ঘটনাতেও কারও মৃত্যু হয়নি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, মা ফ্লাইওভারে ৬০ কিলোমিটারের বেশি বেগে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবুও মা ফ্লাইওভারে আকছার দুর্ঘটনা ঘটেই থাকে। প্রাণহানির ঘটনাও ঘটে। দুর্ঘটনার জেরে মাঝে রাতে মা ফ্লাইওভারে গাড়ি চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে তা তুলে দেওয়া হয়। মোতায়েন থাকে পুলিশও।
কিন্তু তারপরও কোনওভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। কিন্তু ওই চালক কী কারণে ওই ব্যস্ততম সময়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন, তা জানার চেষ্টা করছেন পুলিশকর্তারা।
