রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ এবং দমদমের মধ্যে ২২ নম্বর সেতুর রিগার্ডিংয়ের কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করতে হচ্ছে৷ মূলত শিয়ালদহ- বনগাঁ, িশয়ালদহ মেন শাখা এবং শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হবে৷ শিয়ালদহ- বনগাঁ শাখার ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন ট্রেন রবিবার হাবরা থেকে বাতিল থাকছে। এ ছাড়াও বাতিল থাকবে ৩৩৩৫৭, ৩৩৬১৩ আপ এবং ৩৩৬১৬ ও ৩৩৬১৮ ডাউন দত্তপুকুর লোকাল বাতিল থাকবে৷ ৩৩৪৩১ আপ এবং ৩৩৪৩৪ ডাউন বারাসত লোকালও বাতিল করা হয়েছে৷ ৩৩৫১৩ আপ ও ৩৩৫১৪ ডাউন হাসনাবাদ লোকালও বাতিল করা হচ্ছে৷
advertisement
আরও পড়ুন: মালদহে ৭০ জন পড়ুয়া নিয়ে রাস্তার ধারে উল্টে গেল স্কুলবাস, গুরুতর জখম ৩০
শিয়ালদহ মেন শাখায় ৩১৬১১, ৩১৬১৫ আপ এবং ৩১৬১২ আপ ও ৩১৬১২ এবং ৩১৬১৬ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল বাতিল করা হচ্ছে৷ ৩১৫১৫ আপ ও ৩১৫১৬ ডাউন শান্তিপুর লোকাল, ৩১২১৩,৩১২২১ আপ এবং ৩১২১৪ ও ৩১২২২ ডাউন ব্যারাকপুর লোকাল বাতিল করা হয়েছে৷ ৩১৪৭১, ৩১৪১৫ আর এবং ৩৪০৫২ ও ৩১৪২০ ডাউন নৈহাটি লোকালও বাতিল থাকছে৷
শিয়ালদহ দক্ষিণ শাখায় চলাচলকারী ৩১০৫১, ৩৪১১৭ আপ এবং ৩৪১১৮ ডাউন বজবজ লোকালও বাতিল করা হয়েছে৷ দূরপাল্লার ট্রেনের মধ্যে মালদহ টাউন গৌর এক্সপ্রেস, এনজিপি শিয়ালদহ দার্জিলিং মেল, আলিপুরদুয়ার শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালিয়া- শিয়ালদহ এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার- শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সময় বদল করা হয়েছে৷