TRENDING:

শুধুই বিকাশ, রাজ্যে বাকি সব আসনে জামানত বাজেয়াপ্ত বামেদের

Last Updated:

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রদত্ত ভোটের ছয় ভাগের এক ভাগ ভোট পেলে জামানত রক্ষা হয়। যা শতাংশের হিসেবে ১৬ শতাংশের সামান্য বেশি। বামেরা এ রাজ্যে ৭ শতাংশ ভোট পেয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাম ভোট 'রামে' গিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় দেদার ঘুরছে এই মন্তব্যটি৷ আসলে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে বামেদের একটিও সাংসদ লোকসভায় সভায় যায়নি, এমনটা হয়নি৷ এ বারেই প্রথম৷ যাদবপুরে বিকাশ ভট্টাচার্য ছাড়া রাজ্যের সব লোকসভা আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে বামেদের৷ বিকাশ ভট্টাচার্যের প্রাপ্ত ভোট ৩ লক্ষ ২ হাজার ২৬৪৷ এক ধাক্কায় ৮ শতাংশ ভোট কমে গেল বামেদের৷ এমনকী এ রাজ্যে কোনও লোকসভা আসনে দ্বিতীয় স্থানেও নেই বামেরা৷
advertisement

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রদত্ত ভোটের ছয় ভাগের এক ভাগ ভোট পেলে জামানত রক্ষা হয়। যা শতাংশের হিসেবে ১৬ শতাংশের সামান্য বেশি। বামেরা এ রাজ্যে ৭ শতাংশ ভোট পেয়েছে৷ যাদবপুরের সিপিআইএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য পেয়েছেন ২০.৯৯ শতাংশ ভোট। অর্থাৎ তাঁর জামানত রক্ষা পেল। বাকি কেন্দ্রে জামানত রক্ষা করতে পারেনি বামেরা।

advertisement

২০১৪ সালেও লোকসভা ভোটে এ রাজ্যে দুটি আসন পেয়েছিল বামেরা৷ মাত্র ৫ বছরের মাথায় সব ওলটপালট হয়ে গেল৷ ২০১৪ সালে মুর্শিদাবাদ ও রায়গঞ্জ জিতেছিল বামেরা৷ ২০১৯-এ দুটিই হাতছাড়া হল৷ রায়গঞ্জে সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম পেয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৫টি ভোট৷ মুর্শিদাবাদে সিপিআইএম প্রার্থী ছিলেন বদরুজ্জা খান৷ তিনি ভোট পেয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৭৯৩৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

একমাত্র মালদা দক্ষিণ আসন ছেড়ে রেখে বাকি ৪১ আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। সব কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত হওয়ার পথে বামেদের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
শুধুই বিকাশ, রাজ্যে বাকি সব আসনে জামানত বাজেয়াপ্ত বামেদের