TRENDING:

সিআইডির নজরে সিবিআই অস্থায়ী ক্যাম্পের ইনভেস্টিগেশন রুম, সংগ্রহ করা হবে নমুনা

Last Updated:

ফরেন্সিক সূত্রে খবর, লালনের ওজন ছিল ৬৫ কেজি। সম ওজনের বস্তা ঝুলিয়ে পরীক্ষা করা হয়েছে। কারণ যে শাওয়ার পাইপে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় লালনকে, সেই পাইপের ভার নেওয়ার ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবারও সেই অংশ আরও ভাল ভাবে পরীক্ষা করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অমিত সরকার, কলকাতা: সিবিআই অস্থায়ী ক্যাম্পের বাথরুমই (যেখানে ঝুলন্ত অবস্থায় ছিলেন লালন) শুধু নয়, সিআইডির নজরে ইনভেস্টিগেশন রুম। অর্থাৎ যেখানে লালনকে জেরা করেছিলেন সিবিআই কর্তারা সেই ঘর থেকেও নমুনা সংগ্রহের কাজ হবে।
সিআইডি নজরে সিবিআই অস্থায়ী ক্যাম্পের ইনভেস্টিগেশন রুম, সংগ্রহ করা হবে নমুনা
সিআইডি নজরে সিবিআই অস্থায়ী ক্যাম্পের ইনভেস্টিগেশন রুম, সংগ্রহ করা হবে নমুনা
advertisement

নজরে রয়েছে অন্যান্য ঘরও বলে সিআইডি সূত্রে খবর। প্রতিটি ঘর থেকে সংগ্রহ করা হবে নমুনা। নেওয়া হবে ফিঙ্গার প্রিন্ট । ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক বিশেষজ্ঞ বলে দাবি সিআইডির।

ফরেন্সিক সূত্রে খবর, লালনের ওজন ছিল ৬৫ কেজি। সম ওজনের বস্তা ঝুলিয়ে পরীক্ষা করা হয়েছে। কারণ যে শাওয়ার পাইপে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় লালনকে, সেই পাইপের ভার নেওয়ার ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবারও সেই অংশ আরও ভাল ভাবে পরীক্ষা করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

advertisement

একইসঙ্গে খতিয়ে দেখা হয়েছে বাথরুমের যে অংশ থেকে ঝুলন্ত অবস্থায় লালনকে উদ্ধার করা হয়েছিল। বাথরুমে থাকা শাওয়ার পাইপ থেকে মাটির মধ্যে ব্যবধান ৬.৫ ফুট। লালনের উচ্চতা ৫.৫ ফুট। এই মাপ নিয়েও বিস্তারিত ভাবে পরীক্ষা করা হবে বলে সূত্রের দাবি।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নজরে নদিয়া, রানাঘাটে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

advertisement

সিআইডি সূত্রে খবর, বাথরুমের ভিতরের অংশেও আরও বেশ কিছু বিষয় খতিয়ে দেখবেন তারা। ইতিমধ্যে তাদের দাবি, এই ক্যাম্পের ভিতরে কোনও ক্লোজ সার্কিট ক্যামেরা নেই। সেক্ষেত্রে ওই দিন যারা কর্তব্যরত ছিলেন তাদের বয়ান রেকর্ডও করা হবে তদন্তের স্বার্থে। ফরেন্সিক পরীক্ষা হবে গামছারও, যা দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় পাওয়া গিয়েছিল দেহ।বাথরুম থেকেই উদ্ধার হয়েছে লালনের পোশাক, সেগুলিও পাঠানো হবে পরীক্ষায়। দেখা হবে বাথরুমের ছিটকিনি বা লক। বুধবারই ফরেন্সিকের তরফে বাথরুমে থাকা সামগ্রী খতিয়ে দেখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সংগ্রহ করা হয়েছে নমুনাও।

advertisement

আরও পড়ুন- শুভেন্দু মঞ্চ ছাড়তেই আসানসোলে কম্বল নিতে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা, বিবৃতি প্রকাশ করে দুঃখ প্রকাশ, পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সিআইডির তদন্তকারী অফিসারদের সঙ্গে আলোচনা করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। বুধবারই ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডি আইজি (২)।আইজি বৈঠক করেন সিআইডি অফিসারদের সাথে। সূত্রের খবর, তদন্ত নিয়ে স্ট্যাটেজি বৈঠক করেন আইজি। সূত্রের খবর, ঘটনার সময় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে কারা কারা উপস্থিত ছিলেন, তাদের তালিকা তৈরি করে বয়ান রেকর্ড করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সিআইডির নজরে সিবিআই অস্থায়ী ক্যাম্পের ইনভেস্টিগেশন রুম, সংগ্রহ করা হবে নমুনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল