নিষ্ফলা শীতকালীন অধিবেশনের পর এই অধিবেশনে জিএসটি বিল পাস করাতে মরিয়া বিজেপি। রবিবার সর্বদল বৈঠকে বিল পাসে বাড়তি উদ্যোগ নেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাদল অধিবেশনের প্রথম দিনেই সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদরা মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাবেন ৷ একই সঙ্গে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার নোটিসও দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এছাড়াও FDI, করবৃদ্ধি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ বিস্তারিত...
advertisement
২) লুইসিয়ানায় বন্দুকবাজের হানায় নিহত ৩ পুলিশকর্মী, আততায়ী প্রাক্তন নৌ-সেনাকর্মী
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলায় ছড়াল আতঙ্ক ৷ লুইসিয়ানায় ব্যাটন রুজ-এ বন্দুকবাজের এলোপাথারি গুলিতে প্রাণ হারালেন তিন পুলিশকর্মী ৷ আহত কমপক্ষে তিন পুলিশকর্মী ৷ পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারায় এক বন্দুকবাজ আততায়ী ৷ জানা গিয়েছে, তিনি মার্কিন নৌ-সেনার প্রাক্তন সেনাকর্মী ৷ বিস্তারিত...
৩) বাস থেকে পড়ে যাওয়ার পর অটোর ধাক্কা, গুরুতর আহত স্কুল পড়ুয়া
সোমবার সকালে অটোর ধাক্কায় মারাত্মক আহত হল এক স্কুল ছাত্র ৷ অভিযোগ, বাস থেকে নামতে গিয়ে পড়ে যায় পঞ্চম শ্রেণীর এক ছাত্র ৷ সেসময় পিছন থেকে আসা এক অটো তাঁকে ধাক্কা মারে ৷ আহত স্কুলপড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স-এ ৷ বিস্তারিত...
৪) জম্মু-কাশ্মীরে জারি কারফিউ
জম্মু-কাশ্মীরে জারি কারফিউ ৷ বিএসএফ পোস্ট ওয়াটার পয়েন্ট খালি করা হল ৷ গত ৯ দিন ধরে বিক্ষোভকারীদের লাগাতার হামলার জেরে খালি করা হল বান্দিপোরা জেলার নুসা পোস্ট ৷
৫) অসামাজিক কাজের প্রতিবাদ করায় হুমকি
কসবার ১১৫ বোসপুকুর রোডে তোলাবাজি, পুকুর ভরাট-সহ একাধিক অসামাজিক কাজের প্রতিবাদ করায় হুমকি দেওয়া হল কালু রাজোয়াকে ৷ সোনা পাপ্পু ও মুরগি ভোলার গোষ্ঠীর বিরুদ্ধে ৬৭ নং ওয়ার্ডে অসামাজিক কাজ করার অভিযোগ ৷ কালু রাজোয়া প্রতিবাদ করলে তাঁকে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো হয় এবং তাঁর পরিবারের সদস্যদের মারধরেরও অভিযোগ ওঠে ৷ কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷
৬) চা বাগানে ঘেরাও ম্যানেজার
গভীর রাত পর্যন্ত ঘেরাও কোহিনুর চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করে রাখা হয় ৷ বকেয়া মজুরির দাবিতে ঘেরাও করে শ্রমিকরা ৷ গভীর রাতে বাগানে ঢোকে শামুখতলা থানার পুলিশ ৷ পুলিশের উদ্যোগে ঘেরাও মুক্ত হন ম্যানেজার ৷
৭) ফের পুলকার দুর্ঘটনা
এবার উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনা ৷ আহত অন্তত ৬-৭ জন স্কুল পড়ুয়া ৷ আশঙ্কাজনক গাড়ির চালক ৷ উলুবেড়িয়া চেকপোস্টের কাছে ৬ নং জাতীয় সড়ক নিয়ন্ত্রণ হারায় গাড়িটি ৷ গাড়িটিতে ছিল ১৭ জন স্কুল পড়ুয়া ৷
৮) বর্ধমানে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র
বর্ধমান গ্রামীণ এলাকায় উদ্ধার হল প্রচুর অস্ত্রশস্ত্র ৷ উদ্ধার হয়েছে ৬৫৩টি বোমা, ২৬টি আগ্নেয়াস্ত্র ও ২২৮টি গুলি ৷ সব অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করল বর্ধমান জেলা পুলিশ ৷ রাতভর জেলা জুড়ে তল্লাশিতে মিলল অস্ত্রশস্ত্র ৷
৯) এক ফোনে শাক-সবজি, সরকারের নতুন উদ্যোগ
ফোন করলেই চাষির ক্ষেত থেকে সোজা বাড়িতে হাজির হবে টাটকা শাক-সবজি ৷ কাদা মাখা, আঁশটে গন্ধ পরিবেশে গলা উঁচিয়ে দরদাম ছাড়াই সুলভ মূল্যে বাড়িতে বসেই পেয়ে যাবেন টাটকা মাছ ৷ এমনই সুবিধা চালু করতে চলেছে রাজ্যের কৃষি বিপণন দফতর ৷ প্রকল্পের নাম ‘সুফল বাংলা’৷ বিস্তারিত....
১০) অত্যাধুনিক জেট সেট ক্রিট পদ্ধতিতে রাস্তা মেরামতি উল্টোডাঙায়
অত্যাধুনিক জেট সেট ক্রিট পদ্ধতিতে তৈরি হচ্ছে উল্টোডাঙা আন্ডারপাস। এই প্রথম শহরে এই পদ্ধতিতে রাস্তা তৈরি করছে কলকাতা পুরসভা। শনিবার রাত থেকে খান্না থেকে উল্টোডাঙামুখী আন্ডারপাসের অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে। পুরসভা সূত্রে খবর,যানচলাচল স্বাভাবিক রাখতে দুটি লেনে ভাগ করে পর্যায়ক্রমে কাজ হবে । বিস্তারিত....