TRENDING:

মিলে যাচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশ, তবে সঙ্গী বিতর্ক

Last Updated:

অবশেষে এরাজ্যে মুছে যেতে চলেছে দুই পুলিশের অস্তিত্ব। ব্রিটিশ আমলে তৈরি হওয়া এক ও অভিন্ন বেঙ্গল পুলিশে ফিরতে চলেছে রাজ্য। সুপ্রিম কোর্ট এবং দেশের বিভিন্ন পুলিশ কমিশনের নির্দেশ মেনেই মিশে যাচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অবশেষে এরাজ্যে মুছে যেতে চলেছে দুই পুলিশের অস্তিত্ব। ব্রিটিশ আমলে তৈরি হওয়া এক ও অভিন্ন বেঙ্গল পুলিশে ফিরতে চলেছে রাজ্য। সুপ্রিম কোর্ট এবং দেশের বিভিন্ন পুলিশ কমিশনের নির্দেশ মেনেই মিশে যাচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশ।
advertisement

কলকাতা মেট্রোপলিটন এলাকার জন্যই প্রথম শুরু হয় কলকাতা পুলিশ। নির্দিষ্ট আইন ও বিধি মেনে কাঠামোয় আনা হয় পরিবর্তন। অবশেষে সেই ফারাক ঘুচতে চলেছে। এক ও অভিন্ন বেঙ্গল পুলিশ ফিরতে চলেছে রাজ্যে।

কলকাতা ও রাজ্য পুলিশ মিলে এক বাহিনী তৈরি করার  নয়া প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রীসভায় ৷ এখন শুধু সিদ্ধান্তের অপেক্ষা ৷ নতুন অভিন্ন বাহিনীর  পোশাকেও আনা হবে সামঞ্জস্য ৷ রাজ্যভিত্তিক কাঠামোই অনুসরণ করা হবে নতুন বাহিনীর ক্ষেত্রে  অর্থাৎ, ডিজির নেতৃত্বেই থাকবে রাজ্যের সব পুলিশ ৷

advertisement

নতুন ব্যবস্থায় কলকাতা পুলিশ কমিশনারেট এলাকাকে দু-ভাগে ভাগ করা হবে  ৷ মূল কলকাতার পুরনো থানা নিয়ে তৈরি হবে একটি কমিশনারেট আর আলিপুর সাব ডিভিশনকে কেন্দ্র করে তৈরি করা হবে অন্য আরেকটি কমিশনারেট ৷  রাজ্যে তৈরি হতে চলেছে আরও ৪-৫টি পুলিশ কমিশনারেট ৷

তৈরি হবে কয়েকটি নতুন পুলিশ জেলাও ৷

পুলিশের কাঠামোর এই বদলের প্রস্তাব নিয়ে ইতিমধ্যে জোরদার বিতর্ক শুরু হয়েছে। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল, সব পুলিশকে একই সুযোগ-সুবিধা দেওয়া ৷ প্রস্তাবটি বাস্তবায়ন হলে বদলির ক্ষেত্রে জেলা হোক বা কলকাতার পুলিশকর্মী, সবাই সমান সুযোগ পাবে ৷ পদন্নোতির ক্ষেত্রে পিছিয়ে থাকবেন না রাজ্য পুলিশের কর্মীরাও ৷

advertisement

প্রস্তাবের বিপক্ষে যে মতগুলি উঠে আসছে তা হল,  কলকাতা ও রাজ্য পুলিশে এতদিন ধরে আলাদা নিয়োগ প্রক্রিয়া চলত ৷ অভিন্ন বাহিনী তৈরি হলে কিভাবে নিয়োগ প্রক্রিয়া চলবে তা নিয়ে রয়েছে প্রশ্ন ৷ কলকাতা ও রাজ্য পুলিশ মিলে গেলে কলকাতা পুলিশের আভিজাত্য কমবে বলে আশঙ্কা ৷  এছাড়াও ইতিমধ্যে চাকুরিরত কর্মীরা এই প্রস্তাবের বিরুদ্ধে মামলার পথে যেতে পারেন ৷

advertisement

ইতিমধ্যে কলকাতা পুলিশের ডিসি, এসি, সাব-ইন্সপেক্টর, এএসআই এবং কনস্টেবল মিলিয়ে প্রায় ৭৪ জনকে রাজ্য পুলিশে বদলি করা হয়েছে। অর্থাৎ অভিন্ন বাহিনী গঠনে প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে।  এখন শুধু মন্ত্রিসভার অনুমোদন ও বিধানসভায় বিল পাশ করানোর অপেক্ষা ।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

স্পেশাল রিপোর্ট- সপ্তর্ষি সোম

বাংলা খবর/ খবর/কলকাতা/
মিলে যাচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশ, তবে সঙ্গী বিতর্ক