TRENDING:

চট শিল্পের উন্নতিতে রাজ্যে ৩ টি স্কিল ডেভালেপমেন্ট সেন্টার কেন্দ্রের

Last Updated:

এদেশ তৈরি প্রকৃতিসৃষ্ট তন্তুর মধ্যে প্রয়োজনীয়তার নিরীখে তুলোর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পাট ৷ আর্থ সামাজিক এবং পরিবেশগত উপযোগিতাও এর প্রচুর ৷ পাট শিল্প দেশের অর্থনীতির দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ ৷ পাট শিল্পে বরাবরই একটি আলাদা স্থান রয়েছে পশ্চিমবঙ্গের ৷ কিন্তু এই রাজ্যেই চাহিদার তুলনায় কাঁচা পাটের যোগান অমিল দেখা দিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এদেশ তৈরি প্রকৃতিসৃষ্ট তন্তুর মধ্যে প্রয়োজনীয়তার নিরীখে তুলোর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পাট ৷ আর্থ সামাজিক এবং পরিবেশগত উপযোগিতাও এর প্রচুর ৷ চট শিল্প দেশের অর্থনীতির দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ ৷ এই শিল্পে আবার বরাবরই একটি আলাদা স্থান রয়েছে পশ্চিমবঙ্গের ৷ কিন্তু এই রাজ্যেই চাহিদার তুলনায় কাঁচা পাটের যোগানের অভাব দেখা দিয়েছে বর্তমানে ৷ পাশাপাশি যা পাওয়া যাচ্ছে, তার দাম অনেক বেশি ৷ তাই রাজ্যের চটকলগুলির পক্ষে কাঁচা পাট কেনা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে ৷ বন্ধ হয়েছে প্রায় ১২ টি চটকল ৷ সম্প্রতি কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ৷ ছিলেন অন্যান্য আধিকারিকরাও ৷ রাজ্যে নতুন তিনটে কারিগরী দক্ষতা উন্নয়ন সেন্টারের সূচনা করেন গাঙ্গোয়ার ৷ হাওড়ার ন্যাশনাল মিল, ২৪ পরগণার অ্যালেকজান্দ্রা এবং কিন্নিসন মিলে এই সেন্টারগুলি খোলা হচ্ছে ৷ সেখানে চটের বিভিন্ন উদ্ভাবনী পণ্য তৈরি করার জন্য আলাদা মেশিন বসানো হয়েছে ৷ প্রায় ৬.৪০ কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছে কেন্দ্র ৷ গাঙ্গোয়ারের দাবি এতে প্রায় ৫ হাজার কর্মসংস্থান হবে বাংলায় ৷ কিন্তু এত সবের মধ্যেও এই রাজ্যে কাঁচামালের অভাবে চটকলগুলি যে যথেষ্ট সমস্যায় রয়েছে তা অস্বীকার করা যাবে না ৷ এই সমস্যা সমাধানের জন্য সন্তোষ গাঙ্গোয়ারকে অনুরোধও করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কলকাতায় মিল মালিক ও পাট ব্যবসায়ীদের প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন গাঙ্গোয়ার ৷ সেখানে কাঁচাপাটের ক্রমবর্ধমান দামের বিষয়টিও উঠে আসে ৷ সেই বৈঠকেই মিল মালিকদেরও মলয়বাবু জানান, কারখানায় কাজ চালিয়ে যেতে ৷ কারণ বিধানসভা নির্বাচনের আগে নতুন করে মিল বন্ধ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে ৷ সবার কথা শুনে অবশ্য গাঙ্গোয়ারও জানান, ‘‘ যে সমস্ত সমস্যা রয়েছে, তার সমনাধানের পথ খুঁজছে সরকার ৷ এবং আমরা আশা করছি কিছু সমাধান তাড়াতাড়ি আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
চট শিল্পের উন্নতিতে রাজ্যে ৩ টি স্কিল ডেভালেপমেন্ট সেন্টার কেন্দ্রের