বৃহস্পতিবার সন্ধেয় সোয়া আটটা নাগাদ মা উড়ালপুলের উপর বিচারপতি নিশীথা মাত্রের গাড়িতে ধাক্কা মারে একটি বাইক ৷ গাড়ির মধ্যে সে সময় উপস্থিত ছিলেন নিশীথা মাত্রে ৷ তাঁর কোনও আঘাত না লাগলেও গাড়ির সামান্য ক্ষতি হয়েছে ৷ ধাক্কায় বিচারপতি নিশিতা মাত্রের গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়।
এরপরই প্রধানবিচারপতিকে টাটা করে পালিয়ে যায় দুই অভিযুক্ত। খবর পেয়ে মা উড়ালপুলের উপরেই দুই বাইক আরোহীকে ধরে ট্রাফিক সার্জেন্ট। দুই বাইক আরোহীর মাথায় ছিল না কোনও হেলমেট। বেনিয়াপুকুর থানার পুলিশ দুই বাইক আরোহী রবীন সিং ও সোনু রামকে আটক করে। বছর বাইশের রবীন সিংয়ের বাড়ি আনন্দপুর এলাকায়। রবীন স্থানীয় একটি গ্যাসের গোডাউনে কাজ করে। ২০ বছরের সোনু রাম পড়াশোনা করে।
advertisement
ঘটনার সময় দু জনেই মদ্যপ ছিল। এমনকি দুজনের কারোর কাছেই বাইক চালানোর কোনও লাইসেন্স ছিল না। উদ্ধার হওয়া বাইকটিও তাদের নয়। অন্যের বাইক চালাচ্ছিল দু জন, ছিল না গাড়ির কোনও কাগজপত্রও। দুজনকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
কোনও সরকারি অনুষ্ঠানে গেলে হাইকোর্টের প্রোটোকল বিভাগের দেওয়া গাড়ি ব্যবহার করেন বিচারপতি। কিন্তু অন্যসময় নিজের গাড়িতেই তিনি হাইকোর্টে যাতাযাত করেন। এদিনও নিজের কাজ সেরে সল্টলেকের বাড়ি ফিরছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিশিতা মাত্রে। ঘটনায় প্রশ্ন উঠেছে প্রধানবিচারপতির নিরাপত্তা নিয়ে। অভিযোগ উঠেছে মা উড়ালপুলের নিরাপত্তা নিয়েও