এদিকে বাবুঘাট থেকে আন্তঃরাজ্য বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট ৷ আদালতের নির্দেশ অনুযায়ী বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যেতে হবে৷ বাবুঘাটে আর স্ট্যান্ড রাখা চলবে না৷ মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমিত্র পাল ও বিচারপতি মির দারাশুকোর ডিভিশন বেঞ্চ ৷
ধর্মতলা ও বাবুঘাটের বাসস্ট্যান্ড সরানোর বিষয় বিবাদের শুরু সেই ২০০২ সাল থেকেই ৷ ধর্মতলা অঞ্চলে এই বাসস্ট্যান্ড থাকায় দূষণের মাত্রা ব্যাপকভাবে বাড়ছে ৷ এই অভিযোগে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত৷ সেই মামলায় হাই কোর্ট বাসস্ট্যান্ড সরানোর সময়ও বেঁধে দিয়েছিল ৷ কিন্তু এরপর মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ৷ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ কিছুটা রদবদল করে শীর্ষ আদালত৷ হাই কোর্ট বাসস্ট্যান্ড সরাতে যে সময় বেঁধে দেওয়ার রায়কে খারিজ করে দেওয়া হয় ৷ এতে নিজেদের সুবিধামতো বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার সুবিধা পায় রাজ্য ৷ এই নির্দেশের পর ফের মামলাটি হাই কোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট৷ এদিন ফের বাসস্ট্যান্ড বাবুঘাট থেকে সরানোরই নির্দেশ দিয়েছে আদালত ৷
advertisement
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যাত্রী তুলতে সকাল ৬টা ও রাত ৮টায় কেবল বাবুঘাটে দাঁড়াতে পারবে বাসগুলি ৷ কিন্তু এর বেশি নয় ৷ বাবুঘাটের পর ধর্মতলা থেকেও বাসস্ট্যান্ড ধীরে ধীরে সরানোর নির্দেশ দিয়েছে আদালত ৷