রাস্তায় যানজটে আটকে নাকাল। শহরের গতি বাড়াতে আরও দুটি উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রথম ফ্লাইওভারটি হবে পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ পর্যন্ত।
বাইপাসের দিক থেকে আসা গাড়িগুলি মা উড়ালপুল হয়ে পার্ক সার্কাসে নেমে যায়। সেখান থেকে বালিগঞ্জ যাওয়া সহজ করতে, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ ও নাসিরুদ্দিন শাহ ক্রসিংয়ের উপর দিয়ে তৈরি হবে আরেকটি উড়ালপুল। এজেসি বোস রোড ফ্লাইওভারের সম্প্রসারিত ওই অংশটি নামবে গড়িয়াহাট উড়ালপুলের কিছুটা আগে। এর ফলে, পার্ক সার্কাসের যানজট এড়ানো যাবে।
advertisement
রাইটসের রিপোর্ট অনুযায়ী,
- এই উড়ালপুল তৈরিতে কোনও সমস্যা নেই
- রাস্তার নীচে কর্পোরেশনের জলের লাইন ও সিইএসসি-র কেবল থাকলেও তা সরানো সম্ভব
- আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে নয়া উড়ালপুলের কাজ
- দেড় বছরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রাজ্য সরকারের রাজ্য নগরোন্নয়ন দফতরের
সমস্যা তৈরি হয়েছে আরেকটি ফ্লাইওভার নির্মাণ নিয়ে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে উঠবে অপর একটি উড়ালপুল। নামার কথা সেন্ট্রাল অ্যাভিনিউ ও এম জি রোড ক্রসিংয়ে। ফলে বিবি গাঙ্গুলি স্ট্রিটের যানজট, এমজি রোডের যানজট এড়ানো যাবে।
পূর্ত দফতরের এই প্রকল্প ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই উড়ালপুলের নীচেই পড়বে চাঁদনি, সেন্ট্রালের মতো মেট্রো স্টেশন ৷ ঘনবসতিপূর্ণ হওয়ায় নির্মাণে অসুবিধা হতে পারে ৷ প্রকল্প বাস্তবায়িত করতে বিকল্পও ভাবা হচ্ছে।
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}