ইতিমধ্যেই ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনার তদফন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ। সূত্রের খবর, পড়ুয়ার ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যু রহস্যের কিনারা করতে ছাত্রীর পরিবার, সহপাঠী এবং সহ-আবাসিকদের সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারী আধিকারিকরা।
advertisement
পড়ুয়ার ওপরে কোনও শারীরিক বা মানসিক নির্যাতন হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দ্বিতীয় বর্ষের পড়ুয়া এই ছাত্রী। নার্সিং স্টাফদের প্রচন্ড কাজের চাপ থাকে সরকারি হাসপাতালে, সেই চাপ সহ্য করতে না পেরে এই পরিণতি হতে পারে। তবে অন্য কোনও কারণও থাকতে পারে এই ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুনঃ দুপুর গড়ালেই আজও দক্ষিণে আবহাওয়া বদল, বৃষ্টির মেগা আপডেট দিল হাওয়া অফিস
এ দিকে, এসএসকেএম-এর হস্টেলে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠন হল তদন্ত কমিটি। এসএসকেএমের ডিরেক্টর-সহ আধিকারিকদের নিয়ে তদন্ত কমিটি গঠন। গোটা ঘটনা নিয়ে স্বাস্থ্য ভবন রিপোর্ট নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য ভবনকে।
অভিজিৎ চন্দ