রেড রোডে মেগা কার্নিভাল
- মূল মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্য অতিথিরা থাকবেন
- নিরঞ্জনের শোভাযাত্রা দেখবেন বিদেশি অতিথিরাও
- থাকবেন শিল্পপতি ও টলিউডের কলাকুশলীরাও
- মূল মঞ্চের দু'পাশে ২ হাজার অতিথির বসার ব্যবস্থা
-রাস্তার দু'ধারে দাঁড়িয়ে শোভাযাত্রা দেখতে পারবেন ৫০ হাজারেরও বেশি মানুষ
advertisement
এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্কিনে নিরঞ্জনের শোভাযাত্রা দেখান হবে। নিরাপত্তারও অাঁটোসাটো বন্দোবস্ত করা হয়েছে। সিসিটিভি ও ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি।
দুপুর আড়াইটের মধ্যে পুজো উদ্যোক্তারা হেস্টিংসে জড়ো হবেন। বিকাল পাঁচটায় শুরু হবে নিরঞ্জনের শোভাযাত্রা।
নিরঞ্জনের শোভাযাত্রা
- প্রতি পুজো কমিটির সঙ্গে ৩টি গাড়ি ও ১টি জেনারেটর ভ্যান থাকবে
- পুজো কমিটির সঙ্গে ১০০ জন থাকতে পারবেন
- পুজো কমিটির অন্য সদস্যদের শোভাযাত্রা দেখার জন্য পাসের বন্দোবস্ত করা হয়েছে
শহরে প্রথম বিসর্জন কার্নিভ্যাল। শুক্রবার রেড রোডে দুর্গাপুজোর শোভাযাত্রায় থাকছে ৪০টি পুজো কমিটি। বিসর্জন শোভাযাত্রায় কি করা যাবে, কি নয়, তাও সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে জানিয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার পুলিশ ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলির বৈঠকে চূড়ান্ত হয় গোটা প্রক্রিয়ার রূপরেখা।
শোভাযাত্রায় কী কী হবে ?
-হেস্টিংস মোড়ে সব পুজোর জমায়েত
-দুপুর আড়াইটের মধ্যে পৌঁছতে হবে হেস্টিংস মোড়ে
-সঙ্গে থাকবে সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক পুলিশের পাইলট কার
-প্রতি কমিটির সর্বাধিক ১০০ জন শোভাযাত্রায় থাকতে পারবে
-শোভাযাত্রার জন্য প্রতিটি পুজো ৪টি করে গাড়ি পাবে
-রেড রোডে পুলিশ মেমোরিয়াল পর্যন্ত শোভাযাত্রা
-ফোর্ট উইলিয়াম পর্যন্ত থাকবেন ট্রাফিক সার্জেন্ট
-মুখ্যমন্ত্রীর সামনে পারফর্ম করবে পুজো কমিটি
-পারফর্ম করার জন্য ২ মিনিট করে সময়
-সেখান থেকে গঙ্গার ঘাটে যাবে শোভাযাত্রা
-উত্তর কলকাতার শোভাযাত্রা সিআর অ্যাভিনিউ হয়ে যাবে
-এক্সাইড হয়ে যাবে দঃ কলকাতার শোভাযাত্রা
