পরিবারের লোকের সঙ্গে স্কুলে যাচ্ছিল শ্রী সত্য বাল বিহার স্কুল এর দ্বিতীয় শ্রেণির ছাত্র৷ আচমকাই বাচ্চাটি হাত ছিঁটকে চলে আসে রাস্তার উপরে এবং সেই সময়েই পিছন থেকে ট্যাক্সি এসে তাঁকে ধাক্কা মারে৷ গুরুতর আহত অবস্থায় বাচ্চাটিকে প্রথমে ঠাকুরপুকুর কস্তুরী নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতাল।
advertisement
আরও পড়ুন- ‘কোনও টাকাই ধার নিইনি’, ২৫ কোটির গুজব রটতেই মুখ খুলে সাফ জানালেন সামান্থা
আরও পড়ুন- আর একটু হলেই বেরিয়ে আসত…বন্ধু এসে উদ্ধার করল দিশাকে, তারপর যা হল…
যে ট্যাক্সিটি বাচ্চাটিকে ধাক্কা মারে সেই গাড়ির ড্রাইভার বাচ্চাটিকে নিয়ে যায় হাসপাতালে৷ বাচ্চাটির সিটি স্ক্যান করে দেখা হবে, মস্তিষ্কে কোনও রক্তপাত হয়েছে কি না? বর্তমানে বাচ্চাটি হাসপাতালে স্বাভাবিক ভাবেই কথা বলছে৷ তবে কিছু সময় অবজার্ভেশনে রাখতে চাইছেন ডাক্তাররা। সব কিছু ঠিক থাকলে বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হবে।