গোটা বিষয়টি নিয়ে উদ্যোগী হন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি কথা বলেন বিধাননগর পুলিশ কমিশনারের সঙ্গে। কথা বলেন জেলার পরিবহণ আধিকারিকদের সঙ্গে। এর পরেই দ্রুত সমস্যা সমাধানের ইঙ্গিত মেলে। প্রসঙ্গত অভিযোগ, ইউনিয়নের নেতার দাদাগিরির প্রতিবাদে টানা দু’ দিন বন্ধ ছিল ৪৬ নম্বর রুটের সমস্ত বাস। অভিযোগ, হীরালাল কেওর নামে ওই তৃণমূল নেতা বাস চালক, কন্ডাক্টরদের পুজো বোনাসের টাকা নয়ছয় করেছেন। প্রতিবাদে বুধবার থেকে ৪৬, ৪৬-এ এবং ৪৬-বি রুটের ৬৩টি বাসের একটিও রাস্তায় নামাননি মালিকরা। ঘটনার জেরে ভোগান্তির শিকার হয়েছেন অসংখ্য নিত্যযাত্রী। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করেছেন অভিযুক্ত তৃণমূলের শ্রমিক নেতা।
advertisement
বিমানবন্দর থেকে বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায় এই বাসগুলি। কমপক্ষে কয়েক হাজার নিত্যযাত্রী এই বাসে যাতায়াত করেন। বাসরুটগুলিতে ২৫০-৩০০ জন কর্মী রয়েছেন। প্রতিবাদে বুধবার থেকে ৪৬, ৪৬এ এবং ৪৬বি রুটের ৬৩টি বাসের একটিও রাস্তায় নামাননি মালিকরা। ঘটনার জেরে ভোগান্তির শিকার হয়েছেন অসংখ্য নিত্যযাত্রী। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করেছেন তৃণমূলের অভিযুক্ত শ্রমিক নেতা।
আরও পড়ুন : পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের! কমবে দাম! এ বার সরকারের উদ্যোগ সংরক্ষণাগার তৈরিতে
রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, আমি নিজে কথা বলেছি বিধাননগরের পুলিশ কমিশনারের সাথে।দ্রুত বাস পরিষেবা চালু করানো হচ্ছে।সাধারণ মানুষের অসুবিধা করে যে নেতা এই কান্ড করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।