কলকাতা: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গরমে অসুস্থ হয়ে পড়ল ৩৫ জনেরও বেশি। অসুস্থদের মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া। অসুস্থ হওয়ার পরপরই তাদের সকলকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই অসুস্থদের দেখতে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাদের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী।
advertisement
হাসপাতাল সূত্রে খবর, রেড রোডের কুচকাওয়াজে যে স্কুল পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েন, তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রত্যেকের ডি হাইড্রেশন হয়ে গিয়েছিল। জরুরি ভিত্তিতে প্রত্যেকের চিকিৎসা চলছে। সবাইকে পর্যবেক্ষণে রাখা রয়েছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে তাদের।
আরও পড়ুন: ‘অনুপ্রবেশকারীরা দেশের যুবকদের রোজগার ছিনিয়ে নিচ্ছে’ জনবিন্যাসে ‘বদল’ নিয়ে চিন্তিত মোদি
প্রসঙ্গত, বাংলা ভাষা আন্দোলন নিয়ে পরোক্ষভাবে বার্তা দেওয়া হয় আজকের রেড রোডের প্যারেডে। একদিকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যখন আক্রান্ত হচ্ছেন, সেই সময় এ রাজ্যে শ্রমিকদের জন্য কী কী সমাজ কল্যাণমূলক প্রকল্প রয়েছে তার প্রদর্শনী হতে চলেছে আজকের প্যারেডে। কোনও ট্যাবলোর মধ্যে দিয়ে নয়, হাতে প্ল্যাকার্ড নিয়ে শ্রমিকদের প্যারেডে হাটিয়েই সেই বার্তা রাজ্য সরকারের। একদিকে যখন শ্রমিকরা হাঁটবে, পাশাপাশিই প্যারেডে হাঁটা ছাত্রীদের হাতে থাকবে বাংলার মনীষীদের প্রতিকৃতি।
এদিকে, স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মুখ্যমন্ত্রীর। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে তোলপাড়ের আবহে ভিন রাজ্যে যখন বাঙালি হেনস্থার অভিযোগ উঠছে, তখন মুখ্যমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় বাংলার বিপ্লবী ও মনীষীদের নাম উল্লেখ করেন, দেন বাঙালি অস্মিতা রক্ষা করার ডাকও।