পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী পুনিতা সিং (৩৩) এবং মেয়ে তানিশা সিংয়ের সঙ্গে সরশুনাতে একটি বাড়িতে ভাড়া থাকতেন সানি। দীর্ঘদিন ধরেই সানি ও তাঁর স্ত্রী পুনিতার মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। ঘটনার আগের রাতেও দু’জনের মধ্যে তীব্র বিবাদ হয়। মঙ্গলবার রাতে সানির দিদি সঙ্গীতা সাউ, পুনিতা এবং তাঁর ভাই রাকেশ পাসোয়ানের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুনিতা সিং এবং রাকেশ পাসওয়ানের বিরুদ্ধে মামলা রুজু করেছে সরশুনা থানার পুলিশ।
advertisement
জানা যায়, ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে সানির ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুনিতা এবং প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সরশুনা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সানির দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, সানির গলায় একটি চিহ্ন ছাড়া দেহের আর কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই। সানির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, শ্বাসরোধ হয়েই মৃত্যুর হয়েছে সানির।
