নোয়াপাড়া থেকে দমদমের মাঝে বিদ্যুৎ পরিবাহীতে সমস্যার জেরেই পরিষেবা ব্যাহত হয় বলে মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে। এদিন ১২টা ১৫মিনিট থেকে, ১২টা ৩৫ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকল দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে।
advertisement
নোয়াপাড়া এবং দমদমের মধ্যে থার্ড রেলে বিদ্যুৎ চলাচলে মারাত্মক সমস্যা ধরা পরে তার ফলেই বিদ্যুৎ সংযোগ পর্যাপ্ত দেওয়া যাচ্ছিল না। তাতেই এই সমস্যা দেখা দেয় বলে খবর মেট্রোরেল সূত্রে। গিরীশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত ছিল। তবে বাকি অংশে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
অন্যদিকে সপ্তাহের প্রথম কাজের দিনেও বদলাল না অবস্থা। মেট্রো স্টেশনের ঘড়িতে ট্রেন আসার সময় দেখানো হচ্ছে না। ঠিক সময়ে চলছে না মেট্রো। গত কয়েকদিন ধরে বার বার অভিযোগ উঠছে যাত্রীদের। তার জেরেই কি মেট্রোর সময় দেখানো বন্ধ? উঠছে প্রশ্ন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 12:57 PM IST