TRENDING:

আচমকা ফের বন্ধ মেট্রো পরিষেবা, সোম সকালে যাত্রী ভোগান্তি গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর

Last Updated:

Kolkata Metro: ফের বন্ধ মেট্রো পরিষেবা। গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকল বেশ কিছুক্ষণ। কাজের দিন ও সপ্তাহের শুরুর দিনে আচমকা ব্যস্ত সময়ে ট্রেন বন্ধ হয়ে গেলে রীতিমতো সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের বন্ধ মেট্রো পরিষেবা। গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকল বেশ কিছুক্ষণ। কাজের দিন ও সপ্তাহের শুরুর দিনে আচমকা ব্যস্ত সময়ে ট্রেন বন্ধ হয়ে গেলে রীতিমতো সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
 ফের বন্ধ মেট্রো পরিষেবা
ফের বন্ধ মেট্রো পরিষেবা
advertisement

নোয়াপাড়া থেকে দমদমের মাঝে বিদ্যুৎ পরিবাহীতে সমস্যার জেরেই পরিষেবা ব্যাহত হয় বলে মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে। এদিন ১২টা ১৫মিনিট থেকে, ১২টা ৩৫ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকল দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে।

আরও পড়ুন: ১০০০ ফলোয়ার্স হলেই কি মিলতে শুরু করে টাকা…? ‘ফেসবুক’ কী ভাবে মানিটাইজড হয় জানেন? চমকে উঠবেন শুনলেই!

advertisement

নোয়াপাড়া এবং দমদমের মধ্যে থার্ড রেলে বিদ্যুৎ চলাচলে মারাত্মক সমস্যা ধরা পরে তার ফলেই বিদ্যুৎ সংযোগ পর্যাপ্ত দেওয়া যাচ্ছিল না। তাতেই এই সমস্যা দেখা দেয় বলে খবর মেট্রোরেল সূত্রে। গিরীশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত ছিল। তবে বাকি অংশে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

অন্যদিকে সপ্তাহের প্রথম কাজের দিনেও বদলাল না অবস্থা। মেট্রো স্টেশনের ঘড়িতে ট্রেন আসার সময় দেখানো হচ্ছে না। ঠিক সময়ে চলছে না মেট্রো। গত কয়েকদিন ধরে বার বার অভিযোগ উঠছে যাত্রীদের। তার জেরেই কি মেট্রোর সময় দেখানো বন্ধ? উঠছে প্রশ্ন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আচমকা ফের বন্ধ মেট্রো পরিষেবা, সোম সকালে যাত্রী ভোগান্তি গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল