TRENDING:

Kolkata Metro Railways: রাত ১১টায় ২টো মেট্রো চালাতে..১ দিনে খরচ হচ্ছিল ২ লাখ ৭০ হাজার! তাই পদক্ষেপ করতেই হল মেট্রোকে

Last Updated:

২০২৪ সালের ২৪ জুন থেকে রাত ১১টার পরিবর্তে রাত ১০টা ৪০ মিনিট থেকে স্পেশাল মেট্রো পরিষেবা চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সোম থেকে শুক্র এই বিশেষ নৈশ পরিষেবা চালাতে গিয়ে যে পরিমাণ খরচ হচ্ছিল মেট্রোর, তার সিকিভাগও আয় হচ্ছিল না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: আজ, বুধবার থেকে নয়া দুর্ভোগ। রাতের স্পেশাল মেট্রো বন্ধ করে দিল কলকাতা মেট্রো। শনিবার এবং রবিবার ছাড়া সোম থেকে শুক্র রাত ১০:৪০ মিনিটে মেট্রোর উত্তর-দক্ষিণ করিডর (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) দু’টি অন্তিম স্টেশন থেকে একটি করে ট্রেন ছাড়ত।
News18
News18
advertisement

এবার থেকে তা বন্ধ করে দেওয়া নির্দেশ দেওয়া হল। মেট্রার সময় বৃদ্ধি চেয়ে ২০২৪ সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বহু অফিস যাত্রী আছেন যাঁরা অফিসের কাজ শেষ করে অনেক রাতে বাড়ি ফেরেন। তাঁরা অসুবিধায় পড়েন অনেক সময়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছিলেন, রাতের মেট্রো বাড়ালে সাধারণ মানুষের সুবিধা হয়। এরপরই সুখবর শুনিয়েছিল কলকাতা মেট্রো।

advertisement

ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন প্রথমে রাত ১১’টা পরে রাত ১০.৪০ মিনিটে মেট্রো মেট্রো চলা শুরু হয়েছিল। তাতে সুবিধাই হচ্ছিল যাত্রীদের। আজ থেকে তা বন্ধ। কিন্তু এই সিদ্ধান্ত কেন নেওয়া হল? ২০২৪ সালের ২৪ মে থেকে পরীক্ষামূলকভাবে স্পেশাল নাইট সার্ভিস চালু করেছিল মেট্রো।

আরও পড়ুন: তিরুপতি থেকে এসেছিল, দাঁড়িয়েছিল ট্রেন…হঠাৎ জানলায় দেখা গেল প্যান্টের বেল্ট বাঁধা! বীভৎস দৃশ্য

advertisement

কবি সুভাষ ও দমদম উভয় প্রান্ত থেকেই রাত ১১টায় ছাড়ছিল একটি করে স্পেশাল মেট্রো। কিন্তু সেই মেট্রোয় যাত্রী সংখ্যা সেভাবে হচ্ছিল না। কলকাতা মেট্রোর এই বিশেষ নৈশ পরিষেবা চালু হওয়ার পর থেকে রাত ১১টার মেট্রোয় যাত্রী সংখ্যা খুবই কম।

২০২৪ সালের ২৪ জুন থেকে রাত ১১টার পরিবর্তে রাত ১০টা ৪০ মিনিট থেকে স্পেশাল মেট্রো পরিষেবা চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।সোম থেকে শুক্র এই বিশেষ নৈশ পরিষেবা চালাতে গিয়ে যে পরিমাণ খরচ হচ্ছিল মেট্রোর, তার সিকিভাগও আয় হচ্ছিল না।

advertisement

আরও পড়ুন: শিউলি-হুমায়ুন-অজিত…ব্লক সভাপতি বাছাই ঘিরে অভিষেকের সামনেই মতান্তর? নজরে কেশপুর, পিংলা…নজরে ঘাটালও

সেরা ভিডিও

আরও দেখুন
ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি, ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, জমিয়ে শীতেই ক্রিসমাস
আরও দেখুন

রাত ১১টায় একজোড়া মেট্রো চালাতে গিয়ে এক এক দিনে ২ লাখ ৭০ হাজার টাকা খরচ মেট্রোর। তার সঙ্গে প্রায় ৫০ হাজার টাকার অন্যান্য খরচও রয়েছে। কিন্তু এই বিরাট কর্মযজ্ঞে যাত্রী সেভাবে হচ্ছিল না। গড়ে মাত্র ৩০০ জন যাত্রী এই বিশেষ নৈশ পরিষেবা ব্যবহার করছিলেন, যা থেকে দৈনিক আয় গড়ে মাত্র ৬ হাজার টাকা। ২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে নয়া  নিয়ম কার্যকর করা হয়। ব্লু লাইনে রাত ১০টা ৪০ মিনিটের বিশেষ মেট্রোয় চড়তে গেলে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে যাত্রীদের। বিশেষ মেট্রোতেই টিকিটের ভাড়ার সঙ্গে যুক্ত হয়েছিল অতিরিক্ত ১০ টাকার ‘সারচার্জ’।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Railways: রাত ১১টায় ২টো মেট্রো চালাতে..১ দিনে খরচ হচ্ছিল ২ লাখ ৭০ হাজার! তাই পদক্ষেপ করতেই হল মেট্রোকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল