TRENDING:

এবার কালীপুজোয় বিরাট সুবিধা... বিশেষ মেট্রো পরিষেবা, কখন থেকে কখন চলবে? জানুন

Last Updated:

২০ অক্টোবর সোমবার সাধারণ মানুষের সুবিধার জন্য চলবে বিশেষ মেট্রো। এই পরিষেবা দাক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরগামী যাত্রীদের জন্য রাখা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার কালীপুজোয় বিশেষ মেট্রো পরিষেবা। ২০ অক্টোবর সোমবার সাধারণ মানুষের সুবিধার জন্য চলবে বিশেষ মেট্রো। এই পরিষেবা দাক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরগামী যাত্রীদের জন্য রাখা হয়েছে।
News18
News18
advertisement

ব্লু লাইন – সকাল ৭:৫৪ থেকে রাত ১১টা পর্যন্ত

 গ্রিন লাইন – সকাল ৬:৩০ থেকে রাত ৯:৪৭ পর্যন্ত

 ইয়েলো লাইন – সকাল ১০টা থেকে বিকেল ৫:৫৪ পর্যন্ত

 পার্পল লাইন – সকাল ১০টা থেকে বিকেল ৫:৪৯ পর্যন্ত

 অরেঞ্জ লাইন – সকাল ৯:৫৫ থেকে বিকেল ৫:৫৫ পর্যন্ত

শহিদ ক্ষুদিরামের স্টেশনের পর যে ক্রসওভার তৈরি করার কথা, তা আগামী সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। গোটা কাজে খরচ হবে প্রায় সাড়ে ৯ কোটি টাকা। এই ক্রসওভার তৈরি হয়ে গেলে অনেকটা সুবিধা হবে দক্ষিণে মেট্রো রেক ঘোরানোর। দ্রুত রেক ঘুরতে পারলে টালিগঞ্জমুখী মেট্রোর লেট হওয়া কমবে বলে আশাবাদী মেট্রো রেলের আধিকারিকরা। অন্যদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে যে সংস্থা কাজ করছিল তারা জানিয়েছে, কাজ দ্রুত শুরু করা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো হয় উগ্র 'চামুন্ডা মতে', কঙ্কালসার দেবীর দর্শনে গা ছমছম করবে
আরও দেখুন

যে সমীক্ষক সংস্থা এই কাজ করছিল, তারা রিপোর্ট জমা দিয়েছে। গোটা স্টেশনটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। কিন্তু সেই কাজ কত তাড়াতাড়ি শেষ হবে? যাত্রীদের প্রশ্ন এটা নিয়ে বহুদিন ধরেই। কারণ, ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে শেষ স্টেশন হিসেবে এই মেট্রো স্টেশনটি গড়িয়ার বিস্তীর্ণ এলাকা সংযোগকারী। এখানে প্রচুর মানুষের যাতায়াত। স্টেশনটি বন্ধ হওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন।কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার শুধাংশু শেখর মিশ্র জানিয়েছেন, এই কাজ করতে সময় লাগবে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে তা শেষ হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার কালীপুজোয় বিরাট সুবিধা... বিশেষ মেট্রো পরিষেবা, কখন থেকে কখন চলবে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল