TRENDING:

Kolkata Metro: রাত পোহালেই স্বাধীনতা দিবস, ১৫ অগাস্ট কম চলবে মেট্রো, শেষ পরিষেবা কখন? রাস্তায় বেরিয়ে ভোগান্তির আগে জানুন সময়সূচী

Last Updated:

Kolkata Metro: স্বাধীনতা দিবসের দিন, অর্থাৎ ১৫ অগাস্ট, কলকাতা মেট্রোতে পরিষেবায় কিছু পরিবর্তন আসছে। এদিন ব্লু লাইন, গ্রীন লাইন-১ এবং গ্রীন লাইন-২–এ দৈনিক পরিষেবার তুলনায় কম মেট্রো চলবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্বাধীনতা দিবসের দিন, অর্থাৎ ১৫ অগাস্ট, কলকাতা মেট্রোতে পরিষেবায় কিছু পরিবর্তন আসছে। এদিন ব্লু লাইন, গ্রীন লাইন-১ এবং গ্রীন লাইন-২–এ দৈনিক পরিষেবার তুলনায় কম মেট্রো চলবে। তবে পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।
স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রো পরিষেবায় কাটছাঁট, ব্লু লাইনে ১৮২, গ্রীন লাইনে চলবে কম মেট্রো
স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রো পরিষেবায় কাটছাঁট, ব্লু লাইনে ১৮২, গ্রীন লাইনে চলবে কম মেট্রো
advertisement

ব্লু লাইনে ১৮২টি মেট্রো (৯১ আপ ও ৯১ ডাউন) চলবে, যা দৈনিক ২৬২টি সার্ভিসের তুলনায় কম। প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম, সকাল ৬টা ৫৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, সকাল ৬টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সকাল ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ছাড়বে।

advertisement

আরও পড়ুন-অগাস্টেই বাম্পার ‘লটারি’…! বুধের রাজকীয় চালে ৪ রাশির ‘জ্যাকপট’, অঢেল টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্যের দরজা

শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ২৮ মিনিটে, শহীদ ক্ষুদিরাম থেকে রাত ৯টা ৩২ মিনিটে এবং রাত ৯টা ৪৪ মিনিটে দমদমের উদ্দেশে ছাড়বে। নিয়মমাফিক বিশেষ নাইট মেট্রো থাকবে রাত ১০টা ৪৩ মিনিটে শহীদ ক্ষুদিরাম ও রাত ১০টা ৪০ মিনিটে দমদম থেকে।

advertisement

আরও পড়ুন-আগামী ৪৮ ঘণ্টায়…! তেড়ে আসছে প্রবল দুর্যোগ, ঝড়-বৃষ্টিতে তছনছ হবে বাংলার কোন কোন জেলা, কলকাতাও কি ভাসবে? ক’দিন চলবে? জানাল IMD

গ্রীন লাইন-১গ্রীন লাইন-১–এ মোট ৯২টি মেট্রো (৪৬ আপ ও ৪৬ ডাউন) চলবে, যা দৈনিক ১০৮টির তুলনায় কম। প্রথম মেট্রো সকাল ৬টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ, এবং সকাল ৬টা ৪০ মিনিটে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ ছাড়বে। শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে এবং রাত ৯টা ৪০ মিনিটে সেক্টর ফাইভ থেকে ছাড়বে।

advertisement

গ্রীন লাইন-২গ্রীন লাইন-২–এ মোট ১২৪টি মেট্রো (৬২ আপ ও ৬২ ডাউন) চলবে, যা দৈনিক ১৩৪টির তুলনায় কম। প্রথম মেট্রো সকাল ৬টা ৩০ মিনিটে হাওড়া ময়দান ও এসপ্লানেড—দুই প্রান্ত থেকেই একসঙ্গে ছাড়বে। শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান এবং এসপ্লানেড থেকে ছাড়বে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন শহরে বিভিন্ন অনুষ্ঠানের কারণে যাত্রীসংখ্যা কিছুটা কম থাকার সম্ভাবনা থাকায় এই বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে, যাতে যাত্রীরা কোনও অসুবিধায় না পড়েন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: রাত পোহালেই স্বাধীনতা দিবস, ১৫ অগাস্ট কম চলবে মেট্রো, শেষ পরিষেবা কখন? রাস্তায় বেরিয়ে ভোগান্তির আগে জানুন সময়সূচী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল