TRENDING:

Kolkata Metro Rail: কাউন্টারের ঝক্কি এড়িয়ে, স্মার্ট টিকিটেই জোর মেট্রোরেলের!

Last Updated:

Kolkata Metro Rail: একাধিক স্টেশনে ক্যাম্পের আয়োজন করল মেট্রো রেল 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মেট্রো রেলওয়েতে চালু হওয়া বিভিন্ন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি যাত্রীদের কাছে পরিচিত করে তোলার জন্য এবং টিকিটিংয়ে ডিজিটাল লেনদেনের অংশ বৃদ্ধির জন্য, মেট্রো কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিভিন্ন মেট্রো স্টেশনে বিশেষ শিবিরের আয়োজন করছে। এই উদ্যোগের অংশ হিসেবে, ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন, অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনের সকল স্টেশনে মেট্রো কর্মীদের দ্বারা বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল।
* কাউন্টারের ঝক্কি এড়িয়ে, স্মার্ট টিকিটে জোর মেট্রোরেলের 
* কাউন্টারের ঝক্কি এড়িয়ে, স্মার্ট টিকিটে জোর মেট্রোরেলের 
advertisement

এই শিবিরগুলিতে, মেট্রো ব্যবহারকারীদের উন্নত ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ এবং গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং অ্যাপ স্টোর (iOS) থেকে এটি ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে সচেতন করা হয়েছিল। মেট্রো কর্মীরা তাদের এটি ব্যবহারের পদ্ধতিও দেখিয়েছিলেন। মেট্রো যাত্রীদের UPI পেমেন্ট ভিত্তিক টিকিটিং সিস্টেমের সাহায্যে ASCRM মেশিনের মাধ্যমে টোকেন কিনতে এবং তাদের স্মার্ট কার্ড রিচার্জ/কিনতেও সহায়তা করা হয়েছিল।

advertisement

আরও পড়ুন: গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির

জানা গিয়েছে, যাত্রীরা ডিজিটাল সিস্টেমে স্থানান্তরিত হতে এবং টোকেন কেনার স্মার্ট উপায়, মোবাইল ভিত্তিক QR কোড টিকিট, স্মার্ট কার্ড এবং রিচার্জ করার জন্য গভীর আগ্রহ দেখিয়েছেন। তারা দৃশ্যত খুশি ছিলেন কারণ এই ডিজিটাল পদ্ধতি তাদের মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করছে কারণ তাদের রিচার্জ করতে বা স্মার্ট কার্ড বা টিকিট কিনতে বুকিং কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না।

advertisement

আরও পড়ুন: একটা কমলালেবুও টক হবে না, মধুর মতো মিষ্টি হবে সবকটাই! কী দেখে, কীভাবে কিনতে হয়, গোপন টিপস শেখালেন ফল বিক্রেতা

কলকাতা মেট্রো তাদের টিকিট ব্যবস্থাকে স্মার্ট করার জন্য QR কোড-ভিত্তিক টিকিট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং চালু করেছে। যাত্রীরা এখন “আমার কলকাতা মেট্রো” অ্যাপ ব্যবহার করে বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে (যেমন, Paytm) QR কোড টিকিট কিনতে পারেন, যা স্মার্ট কার্ডের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও, স্মার্ট কার্ড রিচার্জ করার প্রক্রিয়াও সহজ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: ডিসেম্বর মাসে সূর্য, বৃহস্পতি-সহ ৫ গ্রহের গোচর, চর্তুগ্রহী যোগ…শেষ মাসেই মেষ সমেত ৫ রাশির বাম্পার লাভ, সোনায় মুড়বে কপাল

সুবিধা কী কী: টিকিট বা স্মার্ট কার্ডের ঝামেলা এড়িয়ে সরাসরি মোবাইল থেকেই টিকিট বুক করা এবং ব্যবহার করা যায়।সময় সাশ্রয়: কাউন্টারে দীর্ঘ লাইন এড়ানো যায় এবং দ্রুত মেট্রোতে প্রবেশ করা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নারকেলের মধ্যে জন্ম নিচ্ছে বিভিন্ন গাছের চারা! 'কোকেডামা'য় মজেছেন চন্দ্রকোনাবাসী
আরও দেখুন

ডিজিটাল প্ল্যাটফর্ম: মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের ডিজিটাল টিকিটিং সিস্টেম ব্যবহারে উৎসাহিত করছে, যেমন মোবাইল QR কোড এবং স্মার্ট কার্ড।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: কাউন্টারের ঝক্কি এড়িয়ে, স্মার্ট টিকিটেই জোর মেট্রোরেলের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল