এই ঘটনায় আরভিএনএল সওয়াল করে জানায়, মাত্র ৩৬৬ মিটার জায়গায় কাজের সমস্যা হচ্ছে। কমিশনার অফ পুলিশ ও রাজ্য সরকার এনওসি দিচ্ছে না। এই প্রসঙ্গে রাজ্যের বক্তব্য, ঐ এলাকায় আগে আণ্ডার পাশ করতে হবে তারপর তারা এনও সি দেবে। কিন্তু গৌর কিশোর ঘোষ স্টেশন চালু না হলে ঐ আন্ডারপাস তৈরি করা সম্ভব নয় বলে আরভিএনএল জানিয়েছে।
advertisement
আইনজীবী শাক্য সেন আরভিএনএলের পক্ষে দাবি করেন, “শুক্রবার সন্ধে থেকে শনিবার সকাল, ফের শনিবার সন্ধ্যে থেকে রবিবার সকাল, ফের রবিবার সন্ধ্যে থেকে সোমবার সকাল ৭ টা। দুটো সপ্তাহ এমন কাজ হলেই তিনটি পিলারের কাজ হয়ে যাবে। কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না। রাজ্যের আইনজীবীর বক্তব্য, ২০২২ সাল থেকে আরভিএনএল বলে আসছে তারা তিনটি লুপ আন্ডারপাস বানাবে। কিন্তু তারা কোনও পদক্ষেপ করেনি”।
দুই পক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দিয়েছে, ‘আপনারা সবাই বসুন। এটা জনস্বার্থের বিষয়। আপনারা চা চক্রে বসুন, সমস্যার সমাধান করুন। কবে বসতে পারবেন আগামিকাল বেলা ২টোর সময় জানান।’