TRENDING:

Kolkata Metro: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রোর সূচীতে বড় বদল, শেষ মেট্রোর সময় জেনে নিন

Last Updated:

Kolkata Metro: রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেকগামী শেষ মেট্রো ছাড়ে রাত পৌনে ১০টার সময়। কিন্তু ৯ নভেম্বর সেই সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত পৌনে ৯টায়। অন্য দিকে, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো রাত ৯টা ৪৭ মিনিটের পরিবর্তে ছা়ড়বে রাত ৮টা ৪৭ মিনিটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেকগামী শেষ মেট্রো ছাড়ে রাত পৌনে ১০টার সময়। কিন্তু ৯ নভেম্বর সেই সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত পৌনে ৯টায়। অন্য দিকে, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো রাত ৯টা ৪৭ মিনিটের পরিবর্তে ছা়ড়বে রাত ৮টা ৪৭ মিনিটে। প্রথম মেট্রো বা দিনের অন্য সময়ের পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না বলেই জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা এবং নির্বিঘ্নে পরিষেবা পরিচালনার জন্য গ্রিন লাইনের ট্রাফিক বন্ধ করে পরীক্ষানিরীক্ষার প্রয়োজন। রবিবার অর্থাৎ ৯ নভেম্বর সেই পরীক্ষা করা হবে। সেই কারণে ওই লাইনে শেষ মেট্রোর সূচিতে কিছুটা বদল করা হয়েছে।
* গ্রীন লাইনে আজ শেষ সময়ের মেট্রোর সূচীতে বদল
* গ্রীন লাইনে আজ শেষ সময়ের মেট্রোর সূচীতে বদল
advertisement

ট্রাফিক ব্লক করে কাজ হবে। সেই কারণে আজ রবিবার (৯ নভেম্বর) গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ) শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হল। দুই প্রান্তিক স্টেশন থেকে রবিবার অন্তত এক ঘণ্টা আগে ছাড়বে শেষ মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা পুরোদমে চালু থাকায় তার সুবিধা পান কলকাতার দুই অফিসপাড়াও।

আরও পড়ুন-নভেম্বরেই ‘লটারি’, গজকেশরী রাজযোগে মিথুন-সহ ৫ রাশির সোনায় সোহাগা, ধন-সম্পদের ফোয়ারা, লাগবে জ্যাকপট

advertisement

এসপ্ল্যানেড চত্বরের অফিসপাড়ায় যাতায়াতের ক্ষেত্রে এত দিন শুধু হাওড়া স্টেশন থেকেই মেট্রোর সুবিধা পাওয়া যেত। এখন শিয়ালদহ স্টেশন থেকেও সেই সুবিধা মেলে। পাশাপাশি, হাওড়া থেকে সরাসরি মেট্রোয় চেপে পৌঁছে যাওয়া যায় কলকাতার তথ্যপ্রযুক্তি কেন্দ্র বলে পরিচিত সল্টলেক সেক্টর ফাইভে। এক বছর আগে এই সুবিধা শুধু শিয়ালদহ স্টেশন থেকে মিলত।

আরও পড়ুন-নভেম্বরেই ‘জ্যাকপট’…! বৃহস্পতির বক্রীতে মেষ-সহ ৪ রাশির পোয়া বারো, আগামী ২৫ দিন রাজার হালে কাটবে সময়, খুলবে ভাগ্যের দরজা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি স্কুল শিক্ষিকা,যেন 'লেডি সলমন'!শরীরচর্চায় বানিয়েছেন 'মাসল'!বাঁকুড়ার আইকন মুন্না
আরও দেখুন

ফলে স্বাভাবিক ভাবেই বাড়ছে যাত্রী সংখ্যা। এখন দৈনিক সাত লক্ষের বেশি মানুষ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে যাতায়াত করেন। শনি ও রবিবার সংখ্যাটা একটু কম হলেও, যাত্রীদের মেট্রো চাহিদা বাড়ছে এই রুটেও। মাঝে বেশ কয়েকদিন সিগন্যাল বিভ্রাট নিয়ে সামান্য সমস্যা তৈরি হয়েছিল। তবে ধাপে ধাপে প্রযুক্তির যথাযথ রক্ষণাবেক্ষণ ও বজায় রাখার জন্য এই বিশেষ কাজ চলবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রোর সূচীতে বড় বদল, শেষ মেট্রোর সময় জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল