ট্রাফিক ব্লক করে কাজ হবে। সেই কারণে আজ রবিবার (৯ নভেম্বর) গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ) শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হল। দুই প্রান্তিক স্টেশন থেকে রবিবার অন্তত এক ঘণ্টা আগে ছাড়বে শেষ মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা পুরোদমে চালু থাকায় তার সুবিধা পান কলকাতার দুই অফিসপাড়াও।
আরও পড়ুন-নভেম্বরেই ‘লটারি’, গজকেশরী রাজযোগে মিথুন-সহ ৫ রাশির সোনায় সোহাগা, ধন-সম্পদের ফোয়ারা, লাগবে জ্যাকপট
advertisement
এসপ্ল্যানেড চত্বরের অফিসপাড়ায় যাতায়াতের ক্ষেত্রে এত দিন শুধু হাওড়া স্টেশন থেকেই মেট্রোর সুবিধা পাওয়া যেত। এখন শিয়ালদহ স্টেশন থেকেও সেই সুবিধা মেলে। পাশাপাশি, হাওড়া থেকে সরাসরি মেট্রোয় চেপে পৌঁছে যাওয়া যায় কলকাতার তথ্যপ্রযুক্তি কেন্দ্র বলে পরিচিত সল্টলেক সেক্টর ফাইভে। এক বছর আগে এই সুবিধা শুধু শিয়ালদহ স্টেশন থেকে মিলত।
ফলে স্বাভাবিক ভাবেই বাড়ছে যাত্রী সংখ্যা। এখন দৈনিক সাত লক্ষের বেশি মানুষ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে যাতায়াত করেন। শনি ও রবিবার সংখ্যাটা একটু কম হলেও, যাত্রীদের মেট্রো চাহিদা বাড়ছে এই রুটেও। মাঝে বেশ কয়েকদিন সিগন্যাল বিভ্রাট নিয়ে সামান্য সমস্যা তৈরি হয়েছিল। তবে ধাপে ধাপে প্রযুক্তির যথাযথ রক্ষণাবেক্ষণ ও বজায় রাখার জন্য এই বিশেষ কাজ চলবে।
