TRENDING:

Kolkata High Court:রাজ্যের পর্নোগ্রাফি মামলা নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, ফের ডিজি-র কাছে রিপোর্ট তলব

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের পর্নোগ্রাফি মামলা নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট। পুলিশি তদন্তের গাইডলাইন কী? জানতে চান বিচারপতি জয়মাল্য বাগচী। রাজ্য পুলিশের ডিজির কাছে সব পর্নোগ্রাফি মামলার তথ্য চেয়েছে আদালত। চাওয়া হয় গোটা রাজ্যে পর্নোগ্রাফি সংক্রান্ত মামলার পরিসংখ্যান-রিপোর্ট । এক সপ্তাহ পর রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের।
Kolkata High Court
Kolkata High Court
advertisement

প্রসঙ্গত, কৃষ্ণনগরের মুরুটিয়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর মোবাইল থেকে একাধিক পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ এই অভিযোগ দায়ের হওয়ার পর কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রসেনজিৎ বিশ্বাস । সেই মামলায় আগেই রাজ্যের ডিজির থেকে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট ।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

বৃহস্পতিবার রিপোর্ট পেশ করেন ডিজি ৷ সেই রিপোর্টে সাইবার ক্রাইম থানাগুলির দায়িত্বপ্রাপ্ত অফিসারদের প্রশিক্ষণ কী ভাবে দেওয়া হচ্ছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নদিয়ার মুরুটিয়ার কৃষ্ণনগর সাইবার থানার তদন্তের ত্রুটিতে ডিজি-র রিপোর্ট দেখে মন্তব্য করেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়া হলে সেখানে তদন্তে কী কি তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যের ভিত্তিতে তদন্তকারী কোন পথে এগিয়েছেন, সেই রিপোর্ট দেখতে চায় হাইকোর্ট।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata High Court:রাজ্যের পর্নোগ্রাফি মামলা নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, ফের ডিজি-র কাছে রিপোর্ট তলব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল