সূত্রের খবর, বেলা ১২টা নাগাদ হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায় । নিমেষের মধ্যেই কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা । প্রাণ ভয়ে ছুটে পালাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন দমকলের এক কর্মী । রাস্তায় যান নিয়ন্ত্রণ করছে পুলিশ । ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।
advertisement
কয়েকদিন আগেই স্ট্র্যান্ড রোডের কয়লাঘাটা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লেগেছিল । ঘটনায় পুলিশকর্মী, দমকলকর্মী-সহ ৯ জন মারা গিয়েছিলেন । এরপরেই শহরের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও এক অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল তিলোত্তমা ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 02, 2021 1:42 PM IST
