নবান্নে বৈঠকের পর ডেঙ্গি নিয়ে কড়া পদক্ষেপ করছে চলেছে কলকাতা পুরসভা। 'টক টু মেয়র' অনুষ্ঠানের শেষে ফিরহাদ বলেন, 'কেএমসি-র এলাকায় যেখানে পরিত্যক্ত জায়গা বা বাড়ি রয়েছে, সেখানে আমরা পরিষ্কার করতে পারছি না। ফলে ডেঙ্গি বেড়েছে। ৬ টা ওয়ার্ডে যেখানে পুরোনো বাড়ি রয়েছে, সেখানে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কিছু মানুষ দুর্ব্যবহার করছেন। অনেক জায়গায় ধাক্কাধাক্কি করছেন, কাজ করতে দিচ্ছেন না।এইরকম ঘটনা ঘটলে পুলিশের সাহায্য নিতে বলেছি।'' এদিন হাতজোড় করে মেয়র জানান, '' সবাইকে বলছি ছাদে জমা জল পরিষ্কার করুন। কলকাতায় আগের তুলনায় ডেঙ্গি-ম্যালারিয়া কমেছে। বাড়ি বাড়ি স্বাস্থ্য কর্মীরা যাচ্ছেন। মাইকে প্রচার করা হচ্ছে। অনেক জায়গায় আইন প্রণয়ন করা হচ্ছে। পরিত্যক্ত বাড়িতে প্রয়োজনে তালা ভেঙে পরিষ্কার করতে পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে।''
advertisement
তবে কলকাতার তুলনায় জেলায় এবার ডেঙ্গির প্রবণতা বেশি। রাজ্যের পুরমন্ত্রী হিসেবে ফিরহাদ হাকিম বলেন, শহুরে এলাকায় ৩০ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৭০ শতাংশ ডেঙ্গি হচ্ছে। এদিন মেয়র আরও বলেন, '' ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। পুজোর আগে বুস্টার নিয়ে নিলে সকলেই নিরাপদ। মানুষের কাছে আবেদন, কাছাকাছি পুর স্বাস্থ্য কেন্দ্র থেকে বুস্টার ডোজ নিয়ে নিতে।''
আরও পড়ুন: বাচ্চার মুখে কী তুলে দেব? দুধের দাম বাড়ায় ক্ষোভ মধ্যবিত্তের
'টক টু মেয়র' অনুষ্ঠানে র শেষে বিজেপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি। 'তৃণমূল কংগ্রেস বিষাক্ত দল' মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার। এ'প্রসঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের কটাক্ষ, ''ওঁর মনে হচ্ছে যে আঙুর ফল টক। সুকান্তবাবুর থেকে বাংলার মানুষের বুদ্ধি অনেক বেশি। তাই তৃতীয়বারের জন্য বাংলার মানুষ ক্ষমতায় এনেছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলকে বিষাক্ত মনে করেছে সুকান্তবাবু, বাংলার মানুষ মনে করেননি। আর বিজেপিও তাই কোনওদিন বাংলার ক্ষমতায় আসতে পারবে না।''
লকেটের মন্তব্য প্রসঙ্গে ফিরহাদ বলেন, '' আমার মনে হয়েছে তাই আমি বলেছি। কে বলেছে না বলেছে সেটা তাদের ব্যাপার।''তৃনমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ ঘোষের গরু পাচারের ভিডিও প্রসঙ্গে ফিরহাদ এর প্রশ্ন, ''গরু কোথা দিয়ে আসছে? আর কোন রাজ্য থেকে আসছে ? সেটা নিয়ে তদন্ত হচ্ছে না। যারা গরু নিয়ে আসছে, তাদের তদন্ত হচ্ছে, যেখানে দিয়ে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হবে। এটা অদ্ভুত তদন্ত চলছে। আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন।''
অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, '' একদিন ঠিক প্রমাণ হবে। যারা কুৎসা করছে তাদের মুখে ছাই পড়বে।''
কলকাতা টিভির অফিসে সিবিআই রেইড নিয়ে ক্ষুব্ধ ফিরহাদ। তিনি বলেন, ''সংবাদমাধ্যমকে আটকানোর চেষ্টা অন্যায়। যারা করছেন তারা গনতন্ত্রকে হত্যা করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সিসিটিভি বন্ধ করা যায় না।''
BISWAJIT SAHA