প্রাথমিক ভাবে শারীরিক পরীক্ষা করার পর, প্রেসিডেন্সি জেল হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিক এবং কার্ডিয়োলজিস্ট চিকিৎসকদের ডেকে পাঠানো হয়েছিল। দুপুর থেকে চিকিৎসার পর রাতের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় জ্যোতিপ্রিয়র। জেল সূত্র খবর, অত্যধিক গরমের কারণে প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হয়েছিল।
আরও পড়ুন: রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট! চলবে তাপপ্রবাহ! বৃষ্টির দিনক্ষণও জানাল হাওয়া অফিস
advertisement
সূত্রের খবর, জেল হাসপাতাল বা অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি জ্যোতিপ্রিয়কে। জেলের সেলের মধ্যেই চিকিৎসা হয় তাঁর। দফায় দফায় চিকিৎসকরা এসে দেখে যান তাঁকে। জেল হাসপাতালে চিকিৎসকেরা আপাতত কয়েক দিন পর্যবেক্ষণে রাখবেন জ্যোতিপ্রিয়কে। গত বছর ২৬ অক্টোবর রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
এরপর দিন আদালতে পেশ করা হলে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পরেই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক দিন পরে হাসপাতাল থেকে ইডির হেফাজতে ফেরানো হয় তাঁকে। জেলে অসুস্থ হয়ে পড়ায় গত বছর নভেম্বর মাসে এসএসকেএম হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল জ্যোতিপ্রিয়কে। তার পর থেকে তিনি সেখানেই ছিলেন। চলতি বছর ১৩ জানুয়ারি এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে ফেরানো হয় জ্যোতিপ্রিয়কে। তবে, শনিবার অসুস্থ হলেও তাঁকে বাইরের কোনও হাসপাতালে ভর্তি করানো হয়নি।