অন্যদিকে প্রাথমিক শিক্ষকদের আইনজীবী বলেন, ‘প্রশিক্ষণ সম্পূর্ণ করার জন্য ৬ মাসের ব্রিজ কোর্সে রয়েছি আমরা। বিএলও কাজের জন্য দরজায় দরজায় যেতে হবে। আমাদের ব্রিজ কোর্স করতে পারবো না। বিএলও ডিউটি থেকে অব্যাহতি দিক আদালত।’ বিচারপতির মন্তব্য, ‘ ব্রিজ কোর্স করায় কোনও বাধা না দিয়ে এই কাজ করতে হবে। মামলাকারী প্রাথমিক শিক্ষকেরা ব্রিজ কোর্সও করতে চায়না। আবার বিএলও হিসেবেও কাজও করতে চায় না। প্রাথমিক শিক্ষকেরা শুধু ঘরে বসে টাকা উপার্জন করতে চায়। কেউ কাজ করতে চায় না। এই প্রাথমিক শিক্ষক দের কিছুই করতে হবে না।’
advertisement
নির্বাচন কমিশনের সওয়াল, BLO রা সন্ধেয় বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে। শিক্ষকদের কাজের কোনও ক্ষতি হবে না। ভোটার চায় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। এই কাজ করতে চাইছে না মামলাকারী আইনজীবীরা। এরপরেই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, স্কুলের পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি না করে এবং ব্রিজ কোর্সের সূচিতে ক্ষতি না করে মামলাকারীদের বিএলও কাজে নিযুক্তকরণ বিবেচনা করা হবে।