সূত্রের খবর, বৈঠকে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন রাজ্য সরকারের তরফে তাদের দাবি মানা নিয়ে নির্দিষ্ট সার্কুলার বা নির্দেশিকা জারি না করা পর্যন্ত তারা অবস্থান তুলবে না। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, “সব জেলায় মহিলাদের বিশেষ প্রশিক্ষিত বাহিনী উইনারস টিম রয়েছে। আমরা আপনাদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছি।” এদিনের বৈঠকে কলকাতা পুলিশের নয়া পুলিশ কমিশনারের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগেই ঝলমলে ত্বক! রোজ সকালে খালি পেটে ভিটামিনে ঠাসা দুটি পাতা, ২ টাকায় দাগছোপ ৩ দিনে গায়েব
সূত্রের খবর, পড়ুয়া চিকিৎসকদের দাবি, হাসপাতালে দালাল রাজ বন্ধ করতে হবে। হাসপাতালে একটি ডিসপ্লে বোর্ড রাখতে হবে, যেখানে দেখা যাবে কোথায় কটি বেড খালি রয়েছে। কোনও চুক্তিভিত্তিক কর্মী রাখা যাবে না, জুনিয়র চিকিৎসকরা বৈঠকে এই দাবিও তুলেছেন। গোটাটাই বিবেচনায় রয়েছে, জুনিয়র চিকিৎসকদের বলেন মুখ্যসচিব। জুনিয়র চিকিৎসকরা এ দিনের বৈঠকে বিভিন্ন কমিটি তৈরির কথা বলেন, মুখ্যসচিব দ্রুত সেই সব কমিটি তৈরি করার আশ্বাস দেন।
বৈঠক শেষে এদিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একসঙ্গে মুখ্যসচিব প্রেস কনফারেন্স করতে চেয়েছিলেন। জুনিয়র চিকিৎসকদের কাছে সেই আগ্রহ প্রকাশ করা হয় রাজ্যের মুখ্য সচিবের তরফে। সূত্রের খবর, জুনিয়র চিকিৎসকরা রাজি হয়নি মুখ্যসচিবের সেই প্রস্তাবে।