শনিবার নাইট রাইডার্স এবং গুজরাত টাইটান্সের আইপিএল খেলাকে কেন্দ্র করে শহর কলকাতায় বেটিং অ্যাপে প্রচুর টাকা বিনিয়োগ হয়েছিল বলে সূত্রের খবর। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
আরও দেখুন
‘স্কাই এক্সচেঞ্জ অ্যাপ' এই অ্যাপটি একটি বেটিং অ্যাপ।এতে ক্রিকেট, ফুটবল এবং হকি সব খেলাতেই জুয়ার বিষয় রয়েছে। যে কোনও খেলাতেই পিছন থেকে টাকা লাগিয়ে জুয়া খেলা যায়। গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি পাওয়া যায় না। গুগলে গিয়ে অ্যাপের সাইটে গেলে APK file download করতে হয়। তারপরে ডাউনলোড করে,রেজিস্ট্রেশন করার পর অ্যাপের মাধ্যমে, টাকা অ্যাপের ওয়ালেটে ঢোকাতে হয়।
advertisement
শনিবার সন্ধ্যাবেলায় জোড়াবাগান থানা এলাকার পি,কে ঠাকুর স্ট্রিট থেকে অভয় রাজ সিংহানিয়া নামে এক ব্যক্তি ধরা পড়ে। সে ওই অ্যাপ ডাউনলোড করে কেকেআর ম্যাচের বেটিং চালাচ্ছিলেন। এই ব্যাটিংয়ের নিয়ম হল, ১ টাকা বিনিয়োগ করলে ২ টাকার কাছাকাছি পাওয়া যায়।সেই লোভে পড়ে প্রচুর মানুষ টাকা লাগিয়েছিল।
আরও দেখুন
জোড়াবাগান থানার পুলিশ খবর পেয়ে অভয়কে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ। অভয়কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ,তিনি দমদমের নন্দু সিং নামে একজনের অধীনে এই ব্যাটিং চক্র চালাচ্ছে। জোড়াবাগান থানার পুলিশ রাতেই তাকে দমদম থেকে গ্রেফতার করে। তার কাছ থেকেও একটি দামি মোবাইল ফোন উদ্ধার করেছে।
তবে ধৃত ওই দুজনের বয়ান অনুযায়ি পুলিশ আইপিএল চলাকালীন এই মূল পাণ্ডাদের কাছ পর্যন্ত পৌঁছাতে চাইছে। তবে অনলাইনে শুধু স্কাই এক্সচেঞ্জ অ্যাপ' নয় ।এছাড়াও বেশ কয়েকটি অ্যাপ রয়েছে, যেগুলো অনেকেই দাবি করেন বৈধ বলে। পুলিশ সূত্রে খবর, স্কাই এক্সচেঞ্জ অ্যাপ নামে এই বেটিং অ্যাপ কারও মোবাইলে থাকলে, সে গ্রেফতার হতে পারে।
Shanku Santra