TRENDING:

Kolkata Book Fair|| বইপ্রেমীদের জন্য দারুন সুখবর, কলকাতা বইমেলা ২০২২-র দিনক্ষণ ঘোষণা রাজ্যের

Last Updated:

International kolkata book fair: ২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এ বারের কলকাতা বইমেলা। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বইপ্রেমীদের জন্য দারুন সুখবর। ২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International Kolkata Book Fair 2022) দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এ বারের কলকাতা বইমেলা। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বারের থিম বাংলাদেশ (Bangladesh)। করোনাবিধি (Covid Protocol) মেনেই মেলার আয়োজন করা হবে।
কলকাতা বইমেলা। সংগৃহীত ছবি।
কলকাতা বইমেলা। সংগৃহীত ছবি।
advertisement

৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair) ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মেলার থিম কান্ট্রি হওয়ার কথা ছিল বাংলাদেশ (Theme Country Bangladesh)। গিল্ড (Publishers & Booksellers Guild) সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত ছিল বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পঞ্চাশ বছর উদ্‌যাপন করার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। করোনার জেরে জানুয়ারিতে মেলা সাময়িক স্থগিত করা হয়। কিন্তু সংক্রমণ না কমায় শেষে মেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এ বারে ২০২১-র কথা মাথায় রেখেই থিম কান্ট্রি  হচ্ছে বাংলাদেশ।

advertisement

আরও পড়ুন: লজ্জার কলকাতা, চোর সন্দেহে যুবকের বুকে পা সিভিক ভলান্টিয়ারের! গোটা দেশে ঘুরছে এই দৃশ্য

আজ সোমবার বৈঠকে ২০২২ সালের কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। গিল্ডের (Publishers & Booksellers Guild) তরফে জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখ অর্থাৎ সোমবার শুরু হবে বইমেলা। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বইপ্রেমীরা সারাবছর অপেক্ষা করে থাকেন কলকাতা বইমেলার। ফলে বইমেলার দিনক্ষণ ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়চণ্ডী পাহাড়ের কোলে 'রণচণ্ডী' মূর্তি! পুরুলিয়ার ঘরে ঘরে 'দুর্গা' তৈরিতে অভাবনীয় কৌশল
আরও দেখুন

উল্লেখ্য, সোমবারই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসে রাজ্যে আয়োজিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে আট দিনের জন্য আয়োজিত হবে কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। এ ছাড়া ৩১ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাও (International Kolkata Book Fair) শুরু হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Book Fair|| বইপ্রেমীদের জন্য দারুন সুখবর, কলকাতা বইমেলা ২০২২-র দিনক্ষণ ঘোষণা রাজ্যের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল