এদিকে এর আগে দেশ জুড়ে পরিষেবা-বিপর্যয়ের জেরে ইন্ডিগোকে শোকজ নোটিশ দিয়েছিল DGCA। শোকজের জবাব দিতে সময় চেয়েছিল ইন্ডিগো কর্তৃপক্ষ। সোমবার সন্ধে ৬টা পর্যন্ত সময় দিয়েছে DGCA। সেই সময়ের মধ্যেই ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ নিজেদের শোকজের জবাব দেবে৷
আরও পড়ুন – Vande Mataram: কংগ্রেসকে কোণঠাসা করতে আজ আসরে নরেন্দ্র মোদি, বন্দে মাতরম নিয়ে সংসদে ১০ ঘণ্টার বিশেষ আলোচনা
advertisement
পরিকল্পনা-তদারকি-পরিকাঠামোয় গলদের অভিযোগ। বড় গাফিলতি বলে নোটিস DGCA-র।পরিষেবা-বিপর্যয়ে বিমান সংস্থার জবাব তলব।
এদিকে এর আগে শনিবার ইন্ডিগো ঘোষণা করেছিল, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে৷ তার পরেও রবিবার সকাল থেকে হয়রানি কমল না ইন্ডিগো-র যাত্রীদের৷ এ দিনও সকাল থেকে সংস্থার প্রায় ৫০০ উড়ান বাতিল হয়েছে৷ যদিও ইন্ডিগো দাবি করেছে, রবিবার অন্তত ১৬৫০টি উড়ান চালাতে পারবে তারা৷
শুক্রবার ইন্ডিগো-র প্রায় ১০০০ উড়ান বাতিল হয়েছিল৷ শনিবার সংখ্যাটা ছিল ৭০০-র আশেপাশে৷ সেই তুলনায় এ দিন বাতিল হওয়া উড়ানের সংখ্যা কিছুটা কমেছে৷ তার পরেও অবশ্য সমাজমাধ্যমে হয়রানির অভিযোগে এ দিনও সরব হয়েছেন ইন্ডিগো-র বহু যাত্রী৷
শনিবার ইন্ডিগো-র বিবৃতিতে দাবি করা হয়েছিল, যে ১৩৮টি বিমানবন্দর থেকে তাদের উড়ান পাওয়া যায়, তার মধ্যে ১৩৫টি থেকেই পুনরায় পরিষেবা শুরু করতে পেরেছে তারা৷ দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য ইন্ডিগো-কে একগুচ্ছ নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷
