TRENDING:

Indian Railways: শিয়ালদহ-কলকাতা থেকে বহু ট্রেন বাতিল! একাধিক ট্রেনের রুট পরিবর্তন! তালিকায় আপনার ট্রেন নেই তো? দেখে নিন লিস্ট

Last Updated:

Indian Railways: রাজ্যজুড়ে একাধিক ট্রেন বাতিল। ঘুরছে পথ। রেলের কাজ চলাতেই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের একাধিক লাইনে ট্রেন পরিষেবার বাতিল করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চলছে রেলের কাজ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের একাধিক লাইনে ট্রেন পরিষেবার বাতিল করা হল। রেলসূত্রে জানা যাচ্ছে, কাটিহার ডিভিশনের অন্তর্গত মঙ্গুরজান, তিন মাইল হাট ও ডামডাঙ্গি স্টেশনে অটোমেটিক ব্লক সিগনালিং চালু করার জন্য ১ জুলাই থেকে ৩ জুলাই, ২০২৩ পর্যন্ত তিনদিনের প্রি নন-ইন্টারলকিং এবং ৪ ও ৫ জুলাই, ২০২৩ তারিখে দুইদিনের নন-ইন্টারলকিং কাজ চলছে। এরই কারণে কয়েকটি ট্রেনের পরিষেবা বাতিল এবং পথ পরিবর্তন করা হয়েছে। দেখে নিন তালিকা।
শিয়ালদহ-কলকাতা থেকে বহু ট্রেন বাতিল
শিয়ালদহ-কলকাতা থেকে বহু ট্রেন বাতিল
advertisement

ট্রেন নং. ১৫৭০৯/১৫৭১০ (মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন) এক্সপ্রেস ৪ ও ৫ জুলাই, ২০২৩ তারিখে বাতিল থাকবে।

আরও পড়ুন: বৃহস্পতিবার সকাল দশটার মধ্যেই জেলায় জেলায়…! কড়া ‘নির্দেশনামা’ চিঠিতে! ভোটের ৪৮ ঘণ্টা আগেই যা হতে চলেছে

কোন কোন ট্রেনের পথ পরিবর্তন হবে?

ট্রেন নং. ২২৪১১ (নাহরলগুন-আনন্দ বিহার টার্মিনাল) অরুণাচল এসি এসএফ এক্সপ্রেস ট্রেনটি নিজের নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য ৪ জুলাই, ২০২৩ পর্যন্ত নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

advertisement

ট্রেন নং. ১২৩৬৪ (হলদিবাড়ি-কলকাতা) ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি নিজের নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য ৫ জুলাই, ২০২৩ পর্যন্ত নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের কি ডাবের জল খাওয়া উচিত? এতে Blood Sugar লেভেল বাড়ে না কমে? জানুন বিশেষজ্ঞের মতে আসল সত্যিটা!

advertisement

ট্রেন নং. ১৩১৭৬ (শিলচর-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস ট্রেনটি ৩ জুলাই, ২০২৩ তারিখে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন, ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

ট্রেন নং. ১৩১৭৪ (আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস ও ট্রেন নং. ১২৫২৩ (নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি) এসএফ এক্সপ্রেস ট্রেনটি ৪ জুলাই, ২০২৩ তারিখে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জং., ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

advertisement

আরও পড়ুন: বলুন তো, লাল, হলুদ, কমলা সতর্কতার ‘অর্থ’ কী? আবহাওয়া দফতর Red-Yellow-Orange অ্যালার্ট জারি করে কখন? জানুন

ট্রেন নং. ১২৪০৭ (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি ৫ জুলাই, ২০২৩ তারিখে যাত্রা শুরু করে অমৃতসর জং. রেলওয়ে স্টেশনে পৌঁছনোর জন্য নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জং., ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে চলাচল করবে।

advertisement

ট্রেন নং. ১৫৯১০ (লালগড়-ডিব্রুগড়) অবধ আসাম এক্সপ্রেস ট্রেনটি ২ জুলাই, ২০২৩ তারিখে লালগড় রেলওয়ে স্টেশন থেকে রওনা হওয়া নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছনর জন্য আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি জং., ও নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে চলাচল করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

ট্রেন নং. ১২৫০৬ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) নর্থইস্ট এক্সপ্রেস, ট্রেন নং. ১২৩৭৭ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) পদাতিক এক্সপ্রেস, ট্রেন নং. ২০৫০৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস, ট্রেন নং. ১৩১৭৩ (শিয়ালদহ-আগরতলা) কাঞ্চনজংঘা এক্সপ্রেস, ট্রেন নং. ১২৪২৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস ও ট্রেন নং. ১৫৬৩৯ (পুরী-কামাখ্যা) এক্সপ্রেস ৪ জুলাই, ২০২৩ তারিখে যাত্রা শুরু করে নিজেদের সংশ্লিষ্ট গন্তব্যস্থলগুলিতে পৌঁছনোর জন্য আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি জং., ও নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: শিয়ালদহ-কলকাতা থেকে বহু ট্রেন বাতিল! একাধিক ট্রেনের রুট পরিবর্তন! তালিকায় আপনার ট্রেন নেই তো? দেখে নিন লিস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল