TRENDING:

ডানকুনি থেকে উদ্ধার ২৬ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ, পুলিশের জালে ২

Last Updated:

ধৃতদের নাম মোহাম্মদ মুস্তাকিন, মোহাম্মদ ইনসাফ | ধৃতরা হরিয়ানা বাসিন্দা দু’জনই | প্রায় ১৪ হাজার ৯৮০টি ফেন্সিডিনাইলের বোতল উদ্ধার হয়েছে ট্রাক থেকে |

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ARPITA HAZRA
advertisement

#কলকাতা: আন্তঃদেশীয় মাদক পাচার চক্রের হদিস কাস্টমস আধিককরিকদের | একটি ট্রাক  থেকে বিপুল পরিমাণ কফ্ সিরাপ উদ্ধার হয়েছে ,  যা কিনা নেশার জন্য ব্যবহার হয় |  এ গুলি ট্র্যাকে  করে আসছিল রাজস্থান  থেকে|  বাংলাদেশে  নিয়ে  যাওয়ার কথা ছিল | শুল্ক দফতর সূত্রে খবর, তদন্তকারীরা গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনিতে যান | সেখানে ওঁত পেতে ছিলেন | ট্রাক  আসতেই  পাকড়াও  করে শুল্ক  দফতরের আধিকারিকরা | ডানকুনি থেকে কাস্টমস  আধিকারিকরা ট্রাক  বাজেয়াপ্ত    করেন | উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ফেন্সিডিনাইল কফ্ সিরাপ  | যা কিনা নেশার জন্য পাচার হয় |  কাস্টমসের  হাতে গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত  | উদ্ধার হওয়া  জিনিসের  বাজার মূল্য আনুমানিক  প্রায় ২৬ লক্ষ টাকা |

advertisement

জানা গিয়েছে, ধৃতদের  নাম  মোহাম্মদ মুস্তাকিন, মোহাম্মদ ইনসাফ | ধৃতরা   হরিয়ানা  বাসিন্দা দু’জনই | প্রায় ১৪  হাজার  ৯৮০টি ফেন্সিডিনাইলের  বোতল  উদ্ধার হয়েছে  ট্রাক  থেকে | এর  আগেও শুল্ক  দফতরের  আধিকারিকরা  বিভিন্ন  সময়ে অভিযান চালিয়েছেন | এই  নিয়ে পরপর চতুর্থবার  কাস্টমস  আধিকারিকদের  অভিযানে প্রায়  এক  কোটি টাকার  ফেন্সিডিনাইল   উদ্ধার হয়েছে | যা কিনা নেশা বা মাদক হিসাবে  ব্যবহার হয় | এর পিছনে রয়েছে বড় পাচার চক্র হয় | বিপুল পরিমাণ ওই কফ্ সিরাপ বাংলাদেশ পেট্রাপোলে গিয়ে কাকে দেওয়ার কথা ছিল, কোথায় কী ভাবে হস্তান্তরিত  হত তা নিয়ে শুল্ক দফতরের  তদন্তকারীরা জেরা করবে ধৃতদের |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে কফ্ সিরাপ যা কিনা মাদক হিসাবে ব্যবহার হয় এই পাচার চক্র  দীর্ঘদিন ধরে চলে আসছে | এটা চেন  আকারে চলে |  সেই  চক্রকে রোখার জন্য নারকোটিক্সের পাশাপাশি  শুল্ক দফতরের  অধিকারিকরাও তৎপর  |  আর সেই জন্য এই বিপুল পরিমাণ ফেন্সিডিনাইল উদ্ধার করেছে শুল্ক দফতরের  আধিকারিকরা | রাজস্থান থেকে বাংলাদেশে পাচার, এই চক্রে আর কত জন জড়িত খতিয়ে দেখছে শুল্ক দফতরের  আধিকারিকরা |

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ডানকুনি থেকে উদ্ধার ২৬ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ, পুলিশের জালে ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল