এরপরই ভোট মিটে যাওয়ার পরও রাজ্যে ঘাঁটি গেড়ে থাকা কেন্দ্রীয় মন্ত্রীদের দিকেও তোপ দাগেন মমতা। প্রশ্ন তোলেন, 'কেন কেন্দ্রীয় মন্ত্রীরা এখনও বাংলায়?' সেইসঙ্গেই মমতার হুঁশিয়ারি, কেন্দ্রীয় মন্ত্রীর যেন অকারণ প্ররোচনা না দেন।
রাজ্যের হিংসার ঘটনা প্রসঙ্গেও মমতা এদিন অভিযোগের আঙুল তুলেছেন শুধু বিজেপির দিকেই। মুখ্যমন্ত্রীর কথায়, 'কোচবিহারেই সবথেকে বেশি হিংসা হচ্ছে। আমাদের উদয়ন গুহর হাত ভেঙে দেওয়া হয়েছে। সমস্ত কিছু আমরা খতিয়ে দেখছি। বিজেপি আসলে মানুষের রায় মেনে নিতে পারছে না। তাই ওরা গন্ডগোল করছে। আমি ওদের বলব, মানুষের রায় মেনে নিন।'
advertisement
প্রসঙ্গত, বাংলায় ভোট পরবর্তী অশান্তি (Violence after Bengal Election) নিয়ে কেন্দ্রের 'অতি সক্রিয়তা' নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যের পরিস্থিতি নিয়ে তদন্ত করতে চার সদস্যের একটি দল গড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার সেই দলের সদস্যরা কলকাতায় আসেন। নবান্নে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তাঁরা। অতিরিক্ত সচিব পর্যায়ের অফিসার ওই দলকে নেতৃত্ব দিচ্ছেন। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর রাজ্যের যেসব প্রান্ত থেকে গন্ডগোলের খবর আসছে, সেই এলাকা তাঁরা ঘুরেও দেখবেন বলে জানা গিয়েছে।