TRENDING:

HS Result 2020: রেকর্ড ফল উচ্চমাধ্যমিকে, পাঁচশোয় ৪৯৯ পেয়ে একসঙ্গে সেরা ৪ পড়ুযা

Last Updated:

এই রেকর্ডে খুশির সীমা নেই কৃতীদের পরিবারে ৷ সবার আগে নির্ভুল রেজাল্ট দেখতে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ নেওয়া যাবে রেজাল্টের প্রিন্টআউটও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনাকালে উচ্চমাধ্যমিকে রেকর্ডের ছড়াছড়ি ৷ লকডাউনের কারণে ১৫টি বিষয়ের পরীক্ষা বাতিল হলেও রেকর্ড নম্বর পরীক্ষার্থীদের ঝুলিতে ৷ উচ্চমাধ্যমিকে এবার কোনও মেধাতালিকা না প্রকাশিত হলেও জানা গিয়েছে ৪৯৯ সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষে রয়েছেন চার কৃতী ছাত্র-ছাত্রী ৷ এর মধ্যে দু’জন পড়ুয়াই বাঁকুড়ার ৷
advertisement

কৃতী ছাত্রছাত্রীদের নামের তালিকা অনুযায়ী ৫০০-এর মধ্যে ৪৯৯ পেয়ে শীর্ষ স্থানে কলকাতার স্রোতশ্রী রায়, হুগলির ঐক্য বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার গৌরব মন্ডল ও অর্পণ মন্ডল ৷ শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছাত্রী স্রোতশ্রী ৷ বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুলের ছাত্র গৌরব ৷ অর্পণ মন্ডল বাঁকুড়ারই কেন্দুয়াডিহি হাইস্কুলের ছাত্র। এই রেকর্ডে খুশির সীমা নেই কৃতীদের পরিবারে ৷

advertisement

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও পাসের হারে রেকর্ড ৷ কোভিড পরিস্থিতির মোকাবিলা করেও উচ্চমাধ্যমিকে ঐতিহাসিক ফল ৷ নির্ধারিত সময়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

মাধ্যমিকে পিছিয়ে পড়লেও উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফল কলকাতার পড়ুয়াদের ৷ কলকাতা সহ উল্লেখযোগ্য ফল করেছে ১১টি জেলা ৷ তার মধ্যে আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, হাওড়া, উত্তর ২৪ পরগণা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ৷ এর মধ্যে প্রথম দুই স্থানাধিকারী বাঁকুড়ার হওয়ায় তালিকায় ভাল স্থানে রয়েছে বাঁকুড়া জেলাও ৷

advertisement

সবার আগে নির্ভুল রেজাল্ট দেখতে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷ নেওয়া যাবে রেজাল্টের প্রিন্টআউটও ৷

advertisement

৩১ জুলাই বেলা ২ টো থেকে ৫২টি বিতরণ কেন্দ্র থেকে পাওয়া যাবে মার্কশিট ৷ পরে তা স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন অভিভাবক ও পড়ুয়ারা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Somraj Bandopadhyay

বাংলা খবর/ খবর/কলকাতা/
HS Result 2020: রেকর্ড ফল উচ্চমাধ্যমিকে, পাঁচশোয় ৪৯৯ পেয়ে একসঙ্গে সেরা ৪ পড়ুযা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল