হলদিয়া বন্দর সূত্রে জানা গিয়েছে এখনও বন্দর থেকে প্রায় সাড়ে ৪৫০কিলোমিটার দূরে রয়েছে ওই জাহাজ। ওই জাহাজের ট্যাঙ্ক ফেটে ১০কেএল অর্থাৎ ১০হাজার লিটার তেল বঙ্গোপসাগরে ছড়িয়ে পড়ায় বড়সড় বিপদ দেখা দিয়েছে। বন্দরের জেনারেল ম্যানেজার(ট্রাফিক) অভয় মহাপাত্র জানান, জাহাজটির শনিবার রাতে হলদিয়া ডকে ঢোকার কথা ছিল। তার আগে জাহাজটিকে স্যান্ডহেডে পৌঁছলে রিপোর্টিং করতে হবে নিয়ম মেনে। ওই জাহাজ অয়েল স্পিল আটকাতে পারলে তবে বন্দরে ঢোকার ছাড়পত্র পাবে।
advertisement
এদিকে বিপদগ্রস্ত জাহাজের ক্যাপ্টেন কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছে। জানা গিয়েছে, জাহাজের ট্যাঙ্কে থাকা ১২০কেএল অর্থাৎ ১লক্ষ ২০হাজার লিটার লোা-সালফার জ্বালানি তেল ছিল। তার থেকে ১০হাজার লিটার সমুদ্রে মিশেছে। ইলিশের সিজনে ওই তেল সমুদ্রে মেশায় প্রমাদ গুণছেন মৎস্যজীবীরা। কারণ এই সময় ঝাঁক বেঁধে ইলিশ সুন্দরবনের মোহনার দিকে আসে ডিম পাড়তে।