সূত্রের খবর আগেও অনুরোধ জানিয়েছিল নির্বাচন কমিশন। আজ আবারও উত্তরবঙ্গ সফর না করার জন্য অনুরোধ যায় রাজ্যপালের কাছে। এরপরেই সিদ্ধান্ত বদলের কথা জানানো হয় রাজভবন সূত্রে।
তাঁর বিবৃতিতে রাজ্যপাল জানান, “আমি আমার চারপাশে অস্বস্তিকর রাজনৈতিক বিতর্কে জড়াতে চাই না। আমি ইমেল/টেলিফোন 24×7 এর মাধ্যমে পিস রুমে রাজ্যের মানুষের কাছে উপলব্ধ রয়েছি। অস্বাস্থ্যকর রাজনৈতিক প্রভাবের কারণে আমি আজ উত্তরবঙ্গ সফর প্রত্যাহার করছি।”
advertisement
যদিও তৃণমূলের অভিযোগের প্রতিক্রিয়ায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর বিবৃতিতে বলেন, “বাংলার মানুষের পাশে থাকাটাই আমার অগ্রাধিকার। আমার ফোকাস রাজ্যে সহিংসতার বিরুদ্ধে লড়াই করা, বিশেষ করে নির্বাচনের সময়। আমার এলাকা পরিদর্শন এই উদ্দেশ্যেই। কিন্তু রাজভবনকে রাজনীতিকরণের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। আমি কাউকে রাজ্যপালের পদের মর্যাদা ক্ষুন্ন করতে দেব না।”