TRENDING:

Girl's Hostel: এবার কলকাতার স্কুলের গার্লস হস্টেলে ভয়ঙ্কর ঘটনা, দুই ছাত্রীর ভয়াবহ দাবি! গ্রেফতার ৩

Last Updated:

Girl's Hostel: স্কুলের গার্লস হস্টেলে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। কলকাতার হরিদেবপুরের ক‍্যাওড়া পুকুরে সেন্ট স্টিফেন স্কুলের গার্লস হস্টেলে ঘটেছে এই কাণ্ড। ঘটনায় ইতিমধ‍্যেই গ্রেফতার তিন অভিযুক্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্কুলের গার্লস হস্টেলে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। কলকাতার হরিদেবপুরের ক‍্যাওড়া পুকুরে সেন্ট স্টিফেন স্কুলের গার্লস হস্টেলে ঘটেছে এই কাণ্ড। ঘটনায় ইতিমধ‍্যেই গ্রেফতার তিন অভিযুক্ত। হস্টেলের সমস্ত কর্মীই মহিলা, তাহলে কীভাবে ঘটল ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানির ঘটনা?
গার্লস হস্টেলে ২ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ওয়ার্ডেনের স্বামী-সহ ৩, কলকাতার হরিদেবপুরে স্কুলে ধুন্ধুমার
গার্লস হস্টেলে ২ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ওয়ার্ডেনের স্বামী-সহ ৩, কলকাতার হরিদেবপুরে স্কুলে ধুন্ধুমার
advertisement

সূত্রের খবর অনুযায়ী, হরিদেবপুর থানার উল্টো দিকের সেন্ট স্টিফেন স্কুলের হস্টেলে ২ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই হস্টেলে সমস্ত কর্মীরা মহিলা। হোস্টেলের মহিলা ওয়ার্ডেন কয়েকদিন আগে বিয়ে করেন। অভিযোগ তাঁর স্বামী মিশনকে না জানিয়েই ওয়ার্ডেনের সঙ্গে হস্টেলে থাকতে শুরু করেন।

আরও পড়ুন: গুণের ভাণ্ডার, রোজ খাচ্ছেন দই? সাবধান, কাদের খাওয়া একেবারে বারণ? শরীরের দফারফা হওয়ার আগেই জানুন

advertisement

কিছুদিন আগেই ওয়ার্ডেনের স্বামী প্রথমে এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। পরে আরও এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। প্রতি রবিবার অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন। গতকাল যখন অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসে তখন দুই ছাত্রী তার অভিভাবকদের পুরো বিষয়টি জানায়।

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্ত রূপ নেবে নিম্নচাপের! কিছুক্ষণেই বৃষ্টি শুরু দক্ষিণের এক জেলায়, কবে থেকে মোড় ঘুরবে আবহাওয়ার? সতর্কবাণী হাওয়া অফিসের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তারপরেই জানাজানি হয় এই ঘটনা। সন্ধ‍্যে নাগাদ একে একে সমস্ত অভিভাবকরা হস্টেলে এসে নিজেদের মেয়েদের বাড়ি নিয়ে চলে যেতে চান। পরবর্তীকালে অভিভাবকরা হরিদেবপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানায়। ঘটনায় ইতিমধ‍্যে মহিলা ওয়ার্ডেন, তার স্বামী এবং এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। দুই অভিযোগকারী ছাত্রী-সহ আরও দুই ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Girl's Hostel: এবার কলকাতার স্কুলের গার্লস হস্টেলে ভয়ঙ্কর ঘটনা, দুই ছাত্রীর ভয়াবহ দাবি! গ্রেফতার ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল