আরও পড়ুনঃ আলু সংরক্ষণের সময়সীমা বাড়াল রাজ্য, চাষিদের স্বার্থরক্ষায় বড় পদক্ষেপ সরকারের
এবারে মহাকুম্ভ নেই। ফলে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী সংখ্যা অনেকটাই বেশি হবে। ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে আগে ভাগে সমস্ত ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। পর্যাপ্ত পানীয় জল, সঠিক বিদ্যুৎ ব্যবস্থা এবং থাকার জায়গা করার পরিকল্পনা করা হয়েছে। সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ বৈঠকে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। প্রতিবছরের মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারেও গঙ্গাসাগর মেলার প্রাক প্রস্তুতি দেখতে যাওয়ার কথা। তার আগে মেলা সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে।
advertisement
মুখ্য সচিবের নির্দেশ-
* পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করবে জনস্বাস্থ্য কারিগরি দফতর
* থাকার জায়গা করার আগে অগ্নিনিরোধক ব্যবস্থা সঠিকভাবে করতে হবে
* ওয়াটার এম্বুলেন্স থাকবে
* থাকবে এয়ার এম্বুলেন্স-এর ব্যবস্থা
* চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতাল এবং অস্থায়ীভাবে পর্যাপ্ত শজ্জা রাখতে হবে
* লট এইট ছাড়াও বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিকাঠামো রাখতে হবে
* কপিল মুনির আশ্রমে যাওয়ার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকবে
