এ দিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে প্রশ্ন করে, কী কারণে এই ঘটনা ঘটল? পুলিশ কি মনে করছে তাদের কাজে কোনওরকম গাফিলতি রয়েছে? বসিরহাটের এসপিকে সরাসরি এই প্রশ্ন করে কমিশন৷ সূত্র মারফত এগুলির পাশাপাশি জানা গিয়েছে,কোনও মৃত্যু, ধর্ষণ, সুইসাইডের মতো ঘটনা সন্দেশখালিতে যেন নির্বাচন চলার সময় না ঘটে, সে দিকে কড়া নজর রাখতে হবে পুলিশকে৷
advertisement
শেখ শাহজাহানের কথাও উঠেছে৷ বলা হয়েছে, এই ধরনের কোনও ব্যক্তি কোনওরকম ভয় বা হুমকি যাতে সাধারণ মানুষকে না দিতে পারে, নির্বাচন চলাকালীন বা তার আগে, সে বিষয়ে প্রশাসনকে কড়া নজর রাখতে হবে৷ পাশাপাশি বৈঠক চলাকালীনই বসিরহাটের এসপি-এর কাছে জবাবদিহিও তলব করেছে পুলিশ৷ বলেছেন, জেলার এসপিকেও বলতে হবে, তাদের জেলাতে এই ধরনের কোনও ঘটনা ঘটেছে নাকি! বৈঠক চলাকালীনই বলতে হবে৷ ফুল বেঞ্চ নির্দেশ দিয়েছে প্রশাসনকে৷
বসিরহাটের এসপি সন্দেশখালির ঘটনার বিস্তারিত তথ্য তারপরেই ফুল বেঞ্চের কাছে দেন৷ সেই কথা জানানোর পর, প্রায় ১৫ মিনিট ধরে বিস্তারিত বলা হয়, এই ধরনের পরিস্থিতি এড়াতে কী কী পদক্ষেপ করা হয়েছে৷