TRENDING:

‘বাংলা’ নাম বদলে বাড়ল জটিলতা! এখনই অনুমোদন দিচ্ছে না কেন্দ্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা নামে বাড়ল জটিলতা ৷ ‘বাংলা’ নাম বদলে রাজি নয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ যার জেরে নামবদলকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে ৷
advertisement

স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার নামবদল কার্যকরে রাজি নয় ৷ তার জন্য যথাযথ যুক্তিও খাঁড়া করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ? স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, বাংলা নাম এমন একটি নাম যার সঙ্গে ভারতের প্রতিবশী দেশ বাংলাদেশ মিল রয়েছে ৷ যার জেরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের হার বেড়ে যেতে পারে ৷ বিতর্ক তৈরি হবে ৷ সেই কারণে আপাতত নাম বদল নিয়ে বিদেশমন্ত্রকের কোর্টে বল ঠেলল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ বাংলার নাম পরিবর্তন নিয়ে বিদেশমন্ত্রকের মতামত জানতে চাওয়া হয়েছে ৷

advertisement

গত এক বছরে দেশজুড়ে নামবদলের হিড়িক উঠেছে ৷ শহর থেকে স্টেশন ৷ ২৫ টি জায়গার নামবদলে সম্মতি দিয়েছে কেন্দ্র ৷ কিন্তু বাংলার নাম ঝুলিয়ে রাখা হয়েছে ইচ্ছেকৃতভাবে ৷ বুধবার ট্যুইটে এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:  ‘পশ্চিমবঙ্গ’ থেকে ‘বাংলা’ ! কেন্দ্র-রাজ্য নাম বদলের তরজা কোন পথে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

শুরুটা হয় ২০১১ সালেই ৷ ‘West Bengal’ থেকে ‘Paschimbanga’ নাম বদলের জন্য মমতা বন্দ্যেপাধ্যায়ের সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব দেয় ৷ তবে কেন্দ্রে সেই প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে খারিজ করে দেয় ৷ সেটাই ছিল প্রথমবার ৷ এরপর চলতি বছরে ২৬ জুলাই রাজ‍্য বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়। ঠিক হয় বাংলা, হিন্দি, ইংরেজি-সহ সব ভাষাতেই রাজ‍্যের নাম হবে বাংলা। কিন্তু সেই নিয়ে টালবাহানার জেরে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বাংলা’ নাম বদলে বাড়ল জটিলতা! এখনই অনুমোদন দিচ্ছে না কেন্দ্র