কাঁকুড়গাছি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে রাত প্রায় দু’টো নাগাদ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের আরও কয়েকটি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের মোট ২০টি ইঞ্জিন আনা হয়। প্রাথমিকভাবে দমকল কর্মীদের ধারণা, অক্সিজেন সিলিন্ডারের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও তদন্তাধীন। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই এবং সকলকে নিরাপদে এলাকা থেকে বের করে আনা সম্ভব হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কোটি ছুঁইছুঁই খরচে বিয়ের সাজ! বলিউডের ৭ নায়িকার বিয়ের পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠবে
দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন নেভাতে প্রাথমিকভাবে ১৫টি ইঞ্জিন কাজ করে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আপাতত কুলিং প্রক্রিয়া চলছে। ভিতরে দু’টি ইঞ্জিন কাজ করছে এবং বাইরে নিরাপত্তার কারণে তিনটি ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলি সরিয়ে নেওয়া হবে। বর্তমানে মোট ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে সক্রিয় রয়েছে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের ধারণা, অক্সিজেন সিলিন্ডারের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও তদন্তাধীন। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই এবং সকলকে নিরাপদে এলাকা থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বুধবার রাতে নিউ টাউনে ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে ভয়াবহ আগ্নিকাণ্ড বাধে। আগুন নেভাতে এলাকায় ১২ টি ইঞ্জিন পাঠানো হয়েছে। ঘিঞ্জি রাস্তার কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে এই এলাকায়।
