হঠাৎ রাজনীতি ছাড়ার পর হার নিয়ে কাঁটাছেঁড়া? বাবুল লিখেছেন, ''রাজনীতি-পরবর্তী-জীবনে' প্রবেশ করার পথে মোট পাঁচটি বিষয় নিয়ে লিখবো বলে ঠিক করেছিলাম | চারটি বিষয় নিয়ে already লিখেছি, পাঁচ নম্বর বিষয়, 'টালিগঞ্জ' নিয়ে একদম শেষে লিখব ভেবেছিলাম - আজ লিখছি আর এটাই 'শেষ-পর্ব'।'
ওরা ওদের সবটুকু দিয়েছে কিন্তু শাসকদলের 'Experienced গনণা specialist’ দের সাথে গনণা-কেন্দ্রের ঘরগুলির ভেতরে মোকাবিলা করতে পারেনি | এবং শাসকদলের এই 'Experienced গনণা Specialist' সাথে Dummy প্রার্থী Counting-Agent হিসেবে যে বিপুল সংখ্যক দুষ্কৃতী ভেতরে ঢুকেছিল, তাদের সামলাতে পারেনি | শুধু টালিগঞ্জ নয়, পুরো বাংলা জুড়ে বেশিরভাগ গণনা কেন্দ্রে একই ঘটনা ঘটেছিলো !!! Just তিন রাউন্ডের পরে আমার পোস্ট করা video-টা আজ এই লেখাটির সাথে আপনাদের সাথে শেয়ার করছি ! কটার সময়ে পোস্টটা করেছি সেটাও দেখে নিতে পারেন আপনারা !'
advertisement
স্পষ্ট করেই গণনাকেন্দ্রের ভিতরে কারচুপির অভিযোগ তুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। লিখেছেন, 'ওরা ওদের সবটুকু দিয়েছে কিন্তু শাসকদলের 'Experienced গনণা specialist’ দের সাথে গনণা-কেন্দ্রের ঘরগুলির ভেতরে মোকাবিলা করতে পারেনি | এবং শাসকদলের এই 'Experienced গনণা Specialist' সাথে Dummy প্রার্থী Counting-Agent হিসেবে যে বিপুল সংখ্যক দুষ্কৃতী ভেতরে ঢুকেছিল, তাদের সামলাতে পারেনি | শুধু টালিগঞ্জ নয়, পুরো বাংলা জুড়ে বেশিরভাগ গণনা কেন্দ্রে একই ঘটনা ঘটেছিলো !!! Just তিন রাউন্ডের পরে আমার পোস্ট করা video-টা আজ এই লেখাটির সাথে আপনাদের সাথে শেয়ার করছি ! কটার সময়ে পোস্টটা করেছি সেটাও দেখে নিতে পারেন আপনারা !'
যদিও এতে টালিগঞ্জের ভোটারদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, 'আবার বলি, টালিগঞ্জকে দোষ দেবেন না | আমাকে ৫০০০০ ভোটে হারানোর জন্য অরূপবাবুর 'উল্লা-দের' 'উল্লাস' করছে - করতে দিন। সেটা আটকানোর কোনো উপায় আমার জানাও তো নেই | আমার মতে গণতন্ত্র হেরেছে কিন্তু জিত তো 'ওদেরই' হয়েছে - টালিগঞ্জের মানুষ অরূপবাবুর জয় খুশি হয়েছেন কিনা জানিনা - কোনো
কোনো মন্তব্যও করবো না।'