TRENDING:

Babul Supriyo: টালিগঞ্জে কেন বিপুল ভোটে হার? রাজনীতি 'ছাড়ার' পর বিস্ফোরক অভিযোগ বাবুল সুপ্রিয়র!

Last Updated:

Babul Supriyo: টালিগঞ্জ আসনে তৃণমূলের অরূপ বিশ্বাসের কাছে বিপুল ভোটে হেরে যান বাবুল সুপ্রিয়। অবশেষে এতদিন পর সেই হার নিয়ে ফেসবুকে মুখ খুললেন বাবুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তিনি ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, শুধু তাই নয় বঙ্গ বিজেপির প্রথমসারির মুখও ছিলেন তিনি। কিন্তু নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় সম্প্রসারণের সময় মন্ত্রীপদ খোয়াতে হয় তাঁকে। এরপরই রাজনীতি ছাড়ার ঘোষণা করেছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তবে, সাংসদ পদ থেকে ইস্তফা দেননি তিনি। মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন বলে ঘোষণা করেন তিনি। তবে এরই মাঝে বিধানসভা ভোটে টালিগ‍ঞ্জ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু তৃণমূলের অরূপ বিশ্বাসের কাছে বিপুল ভোটে হেরে যান তিনি। অবশেষে এতদিন পর সেই হার নিয়ে ফেসবুকে মুখ খুললেন বাবুল। পোস্টের শুরুর দিকেই তিনি লিখেছেন, 'প্রথমেই বলি টালিগঞ্জকে অযথা দোষ দেবেন না - আমি কোনো ভাবেই মনে করিন তাঁরা আমাকে ৫০০০০ ভোটে হারানোর জন্য ভোট দিয়েছেন। ওখানে মানুষ আমাকে প্রচুর ভোট দিয়েছেন কিন্তু ভোট গণনাটা আমাদের নতুন ছেলেরা সামলাতে পারেনি।'
advertisement

হঠাৎ রাজনীতি ছাড়ার পর হার নিয়ে কাঁটাছেঁড়া? বাবুল লিখেছেন, ''রাজনীতি-পরবর্তী-জীবনে' প্রবেশ করার পথে মোট পাঁচটি বিষয় নিয়ে লিখবো বলে ঠিক করেছিলাম | চারটি বিষয় নিয়ে already লিখেছি, পাঁচ নম্বর বিষয়, 'টালিগঞ্জ' নিয়ে একদম শেষে লিখব ভেবেছিলাম - আজ লিখছি আর এটাই 'শেষ-পর্ব'।'

ওরা ওদের সবটুকু দিয়েছে কিন্তু শাসকদলের 'Experienced গনণা specialist’ দের সাথে গনণা-কেন্দ্রের ঘরগুলির ভেতরে মোকাবিলা করতে পারেনি | এবং শাসকদলের এই 'Experienced গনণা Specialist' সাথে Dummy প্রার্থী Counting-Agent হিসেবে যে বিপুল সংখ্যক দুষ্কৃতী ভেতরে ঢুকেছিল, তাদের সামলাতে পারেনি | শুধু টালিগঞ্জ নয়, পুরো বাংলা জুড়ে বেশিরভাগ গণনা কেন্দ্রে একই ঘটনা ঘটেছিলো !!! Just তিন রাউন্ডের পরে আমার পোস্ট করা video-টা আজ এই লেখাটির সাথে আপনাদের সাথে শেয়ার করছি ! কটার সময়ে পোস্টটা করেছি সেটাও দেখে নিতে পারেন আপনারা !'

advertisement

স্পষ্ট করেই গণনাকেন্দ্রের ভিতরে কারচুপির অভিযোগ তুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। লিখেছেন, 'ওরা ওদের সবটুকু দিয়েছে কিন্তু শাসকদলের 'Experienced গনণা specialist’ দের সাথে গনণা-কেন্দ্রের ঘরগুলির ভেতরে মোকাবিলা করতে পারেনি | এবং শাসকদলের এই 'Experienced গনণা Specialist' সাথে Dummy প্রার্থী Counting-Agent হিসেবে যে বিপুল সংখ্যক দুষ্কৃতী ভেতরে ঢুকেছিল, তাদের সামলাতে পারেনি | শুধু টালিগঞ্জ নয়, পুরো বাংলা জুড়ে বেশিরভাগ গণনা কেন্দ্রে একই ঘটনা ঘটেছিলো !!! Just তিন রাউন্ডের পরে আমার পোস্ট করা video-টা আজ এই লেখাটির সাথে আপনাদের সাথে শেয়ার করছি ! কটার সময়ে পোস্টটা করেছি সেটাও দেখে নিতে পারেন আপনারা !'

advertisement

যদিও এতে টালিগঞ্জের ভোটারদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, 'আবার বলি, টালিগঞ্জকে দোষ দেবেন না | আমাকে ৫০০০০ ভোটে হারানোর জন্য অরূপবাবুর 'উল্লা-দের' 'উল্লাস' করছে - করতে দিন। সেটা আটকানোর কোনো উপায় আমার জানাও তো নেই | আমার মতে গণতন্ত্র হেরেছে কিন্তু জিত তো 'ওদেরই' হয়েছে - টালিগঞ্জের মানুষ অরূপবাবুর জয় খুশি হয়েছেন কিনা জানিনা - কোনো

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কোনো মন্তব্যও করবো না।'

বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: টালিগঞ্জে কেন বিপুল ভোটে হার? রাজনীতি 'ছাড়ার' পর বিস্ফোরক অভিযোগ বাবুল সুপ্রিয়র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল